মনিটর ঝিরঝির করে
মনিটর ঝাপসা বা ছবি কাঁপলে কি করতে পারি?
মনিটর যদি ঝিরঝির করে বা ঝাপসা মনে হয় কিংবা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে, এ সমস্যাটি হচ্ছে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্যতার জন্য। যদি উইন্ডোজ বুট হওয়া/লোড হওয়াকালীন এরকম সমস্যা হয় তাহলে বুঝবেন, মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিংস করা হয়েছে। এমতাবস্থায় সিস্টেম বুট হবার পর যখন Starting Windows মেসেজটি দেখবেন তখনই কী-বোর্ডের F8 চেপে সেফ মোডে উইন্ডোজ অপারেটিং চালু করতে হবে। তারপর পিসি সেফ মোডে থাকাবস্থায়ই গ্রাফিক্স/ডিসপ্লে প্রোপার্টিজ থেকে সঠিক রিফ্রেশ রেট সেট করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions