Home » » ট্রাবলশুটিং : কম্পিউটার হার্ডডিস্ক পাচ্ছে না/হার্ডডিস্ক এরর

ট্রাবলশুটিং : কম্পিউটার হার্ডডিস্ক পাচ্ছে না/হার্ডডিস্ক এরর

ট্রাবলশুটিং : কম্পিউটার হার্ডডিস্ক পাচ্ছে না/হার্ডডিস্ক এরর 

সমাধান: অনেক সময় কম্পিউটার চালু হবার সময় হার্ডডিস্ক এরর দেখায়। এর কারণ হতে পারে- 

*মাদারবোর্ড হার্ডডিস্ক পাচ্ছে না। প্রথমেই নিশ্চিত হোন হার্ডডিস্কের পাওয়ার ক্যাবল ঠিক আছে কি-না। তারপর হার্ডডিস্ক থেকে মাদারবোর্ডের ডাটা ক্যাবল চেক করুন। 

* হার্ডডিস্কে এর ক্যাবল ঠিকমতো লাগানো না থাকলে খুলে আবার ভালোভাবে লাগিয়ে দিন।

* বায়োসের সেটিংসের কারণেও সমস্যা হতে পারে। বায়োসে গিয়ে দেখতে পারেন হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে কিনা। 

* হার্ডডিস্কে ব্যাড সেক্টর থাকলেও এমনটা হতে পারে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *