সমাজতন্ত্র কাকে বলে
সমাজতন্ত্রবাদের বহু শাখা রয়েছে, কিন্তু প্রত্যেক শাখারই মূলকথা এই যে, উৎপাদনের উপাদান ও উৎসসমূহ রাষ্ট্রের করায়ত্ত হবে, উৎপাদনের উপাদানের উপর ব্যক্তিগত মালিকানা বিলুপ্ত হবে এবং রাষ্ট্র সকলের স্বার্থ সংরক্ষণ করবে।তবে কিভাবে উৎপাদন রাষ্ট্রের করায়ত্ত হবে অথবা কীভাবে ব্যক্তিগত সম্পত্তি তিরোহিত হবে সে সম্বন্ধে পরস্পর বিরোধী মতবাদ রয়েছে।
সমাজতন্ত্রের সংজ্ঞা
সমাজতন্ত্র (Socialism) বলতে এমন এক সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে বুঝায়, যে ব্যবস্থায় উৎপাদনের সকল উপাদান সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত, বণ্টন এবং বিনিয়োগ ব্যবস্থা সমাজ কর্তৃক পরিচালিত এবং ব্যক্তিগত সম্পত্তি তিরোহিত, না হয় নিয়ন্ত্রিত। উৎপাদন, বণ্টন এবং বিনিয়াগ ব্যবস্থায় সমাজের নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত সম্পত্তির উপর নিয়ন্ত্রণ—এ দুটি সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। সমাজতন্ত্রে রাষ্ট্রের কর্তৃত্ব সর্বব্যাপক। সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সমাজতন্ত্রের আর একটি বৈশিষ্ট্য।
সমাজতন্ত্রের দার্শনিক ভিত্তি
সমাজতন্ত্রের কতকগুলো দার্শনিক ভিত্তি রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো :
(ক) সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যের আকাঙ্ক্ষা;
(খ) মানব প্রকৃতি সম্পর্কে উচ্চতর ধারণা;
(গ) শিল্প বিপ্লবের প্রতিক্রিয়া;
(ঘ) পুঁজিবাদের কুফল, এবং
(ঙ) সম্পত্তি সম্পর্কে নতুন ধারণা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions