সম্রাট হুমায়ুনের কৃতিত্ব
হুমায়ুনের চরিত্র ও কৃতিত্ব
হুমায়ুন শান্ত স্বভাব, দয়ালু ও বাৎসল্য প্রবণ ছিলেন। তাঁর মধ্যে মমত্ববোধও ছিল অপরিসীম। সহিষ্ণুতা ও ক্ষমাশীলতার মতো দুর্লভ গুণও তাঁর মধ্যে ছিল। তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত ও শিষ্টাচার সম্পন্ন। এছাড়াও তাঁর মধ্যে সমরদক্ষতা ও সাহসিকতারও অভাব ছিল না। তবে তাঁর মধ্যে বিচক্ষণতা ও রাজনৈতিক দুরদর্শিতার অভাব ছিল। নব প্রতিষ্ঠিত সাম্রাজ্য রক্ষা করার এবং আফগানদের বিরোধিতা মোকাবেলা করে সাম্রাজ্যের সংহতি বিধান করার জন্য প্রয়োজনীয় দুরদর্শিতা, কুটকৌশল ও ধৈৰ্য্য তাঁর ছিল না। ঐতিহাসিক লেনপুল এর মতে, হুমায়ুনের চরিত্র ছিল আকর্ষণীয়, কিন্তু প্রভাবশালী নয়। ব্যক্তি জীবনে হয়ত মনোরম সঙ্গী ও বিশ্বাসী বন্ধু ছিলেন কিন্তু সম্রাট হিসেবে ছিলেন সম্পূর্ণ ব্যর্থ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions