বাংলা উপসর্গ কয়টি
বাংলা উপসর্গ : বাংলা ভাষায় বাংলা উপসর্গ মোট ২১ টি। এগুলো হলো : অ, আ, ইতি, নি, স, অঘা, আঢ়, উন (উনা), পাতি, সা, অজ, আন, কদ, বি, সু, অনা, আব, কু, ভর, হা, রাম।
বাংলা উপসর্গগুলোর প্রয়োগ নিচে উপস্থাপিত হলো :
অ-
নিন্দিত- অকেজো (নিন্দিত কাজ করে যে), অপয়া
অভাব- অচিন (চিন-পরিচয়ের অভাব), অজানা।
ক্রমাগত- অঝোর (ক্রমাগতভাবে ঝরতে থাকা), অঝোরে
অঘা
বোকা- অঘারাম, অঘাচণ্ডী
অজ
নিতান্ত/ মন্দ- অজপাড়াগাঁ (একেবারে নিতান্তই পাড়াগাঁ), অজমূর্খ
অনা
অভাব- অনাবৃষ্টি (বৃষ্টির অভাব)
ছাড়া- অনাছিষ্টি (সৃষ্টিছাড়া)
অশুভ- অনামুখো (অশুভ, মুখ যার অশুভ)
আ
অভাব- আলুনি (লবণের অভাব), আকাড়া
বাজে, নিকৃষ্ট- আগাছা
আড়
বক্র/বাঁকা- আড়চোখে (বাকা চোখে)
আধা, প্রায়- আড়পাগলা (আধা পাগলা), আড়মোড়া
বিশিষ্ট- আড়গড়া (আস্তাবল), আড়কাঠি
আন
না- আনকোরা (যা এখনো কোরা হয়নি, একদম নতুন)
বিক্ষিপ্ত- আনমনা (মনের বিক্ষিপ্ত অবস্থা)
আব
অস্পষ্টতা- আবছায়া (অস্পষ্ট ছায়া)।
ইতি
পুরনো- ইতিকথা (বহু পুরনো কথা)
উন (উনা)
কম- উনিশ (বিশ হতে ১ উন)
কদ্
নিন্দিত- কদাকার (নিন্দিত/ কুৎসিত আকার), কদর্য
কু
কুৎসিত- কু-অভ্যাস (কুৎসিত/ খারাপ অভ্যাস), কুকথা
নি
নাই/নেতি- নিখুঁত (খুঁত নেই যার), নিরেট
পাতি
ক্ষুদ্র- পাতিহাঁস (ক্ষুদ্র প্রজাতির হাঁস), পাতকুয়ো
বি
ভিন্নতা- বিপথ (ভিন্ন পথ), বির্ভূই।
ভর
পূর্ণতা- ভরপেট (পেটের ভর্তিপূর্ণ অবস্থা), ভরদুপুর
রাম
বড়/উৎকৃষ্ট- রামছাগল (বড় বা উৎকৃষ্ট প্রজাতির ছাগল), রামদা
স
সঙ্গে- সলাজ (লাজের সঙ্গে), সরব
সা
উৎকৃষ্ট- সাজিরা (উৎকৃষ্ট মানের এক প্রকার জিরা)
সু
উত্তম- সুদিন (উত্তম দিন), সুখবর
হা
অভাব- হাভাতে (ভাতের অভাব)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions