Home » » ক্রিয়ার কাল কাকে বলে

ক্রিয়ার কাল কাকে বলে

ক্রিয়ার কাল কাকে বলে

 ক্রিয়া অর্থ কাজ। কাল' কথাটির অর্থ সময়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। যেমন:

মায়া ছবি আঁকে- ক্রিয়াটি বর্তমানে সংঘটিত হচ্ছে। 

মায়া ছবি এঁকেছিল- ক্রিয়াটি অতীতে সম্পন্ন হয়েছে। 

মায়া ছবি আঁকবে- ক্রিয়াটি ভবিষ্যতে সম্পন্ন হবে। 

তাই বলা যায়, কোনো ক্রিয়া বর্তমান, অতীত এবং ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশই ক্রিয়ার কাল। 


ক্রিয়ার কালের প্রকারভেদঃ 

ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার। যথা- 

১. বর্তমান কাল 

২. অতীত কাল ও 

৩. ভবিষ্যৎ কাল।


ক্রিয়া সংগঠনের প্রধান তিনটি কালকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা: 

১. বর্তমান কাল

ক. সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল। 

খ. ঘটমান বর্তমান কাল। 

গ. পুরাঘটিত বর্তমান কাল।

ঘ. বর্তমান কালের অনুজ্ঞা। 


২. অতীত কাল

ক. সাধারণ অতীত কাল। 

খ. ঘটমান অতীত কাল। 

গ. পুরাঘটিত অতীত কাল।

ঘ. নিত্যবৃত্ত অতীত কাল। 


৩. ভবিষ্যৎ কাল

ক. সাধারণ ভবিষ্যৎ কাল। 

খ. ঘটমান ভবিষ্যৎ কাল। 

গ. পুরাঘটিত ভবিষ্যৎ কাল। 

ঘ. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *