Home » » বাইতুল মাল কি

বাইতুল মাল কি

বাইতুল মাল কি

বায়তুল মাল : খলীফা উমর (রা.) শাসনামলে আরো দুইটি গুরুত্বপূর্ণ সংগঠন ছিল বায়তুল মাল ও দিওয়ান। কেন্দ্র ও প্রদেশগুলোতে খলীফা বায়তুল মাল প্রতিষ্ঠা করেন। সকল রাষ্ট্রীয় আয় বায়তুল মাল-এ সংগৃহীত হত এবং তা জনগণের কল্যাণে ব্যয় করা হতো। এটি ছিল রাষ্ট্রীয় কোষাগার। খলীফা বায়তুল মাল হতে মাসিক বৃত্তি পেতেন। এর অর্থের উপর তার কোন অধিকার ছিল না। 

অপরদিকে রাষ্ট্রের রাজস্বের আয়-ব্যয় সংক্রান্ত কার্যাদি নিয়ন্ত্রণের জন্য খলীফা দিওয়ান প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রীয় আয় ব্যয়ের সঠিক হিসাব নিকাশ করাই ছিল এর প্রধান দায়িত্ব। এছাড়া ব্যয়ের উদ্বৃত্ত অর্থ পেনশন বা ভাতা হিসেবে জনগণের মাঝে বন্টন করা হতো। মহানবী (সা.) এর নিকট আত্মীয়, ইসলামের খিদমত ও সমতার ভিত্তিতে ভাতার পরিমাণ নির্ধারিত হতো।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *