যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার
যুক্তিবিদ্যায় শব্দের প্রকারভেদ (Kinds of Words) :
যুক্তিবাক্যে ব্যবহৃত পদ স্বাভাবিকভাবেই শব্দ, কিন্তু শব্দ অপরিহার্যভাবে পদ নয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হন মহিলা’ যুক্তিবাক্যটিতে ‘হন’ একটি শব্দ, কিন্তু পদ নয়। এ রকম অনেক শব্দেরই নির্দেশিত বিষয় বা বস্তু (referent) নেই এবং এগুলো শব্দ, কিন্তু পদ নয় । যেমন, ‘অথবা,“কেবলমাত্র’, ‘হতে','মাধ্যমে, বাহিরে ইত্যাদি। লক্ষ্য করলে দেখা যায় যে, শব্দভান্ডারের কিছু শব্দ পদ হিসেবে ব্যবহার করা সম্ভব হয়; আবার কোনো কোনো শব্দকে পদরূপে ব্যবহার করা যায় না। এসব দিক বিচার করে যুক্তিবিদ্যায় শব্দকে তিনভাগে ভাগ করা হয়। যেমন:
ক. পদযোগ্য শব্দ (Categorematic Word)
খ, সহ-পদযোগ্য শব্দ (Syncategorematic Word)।
গ. পদ-নিরপেক্ষ শব্দ (A categorematic Word)
পদযোগ্য শব্দ :
যে সব শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। অর্থাৎ পদযোগ্য শব্দ স্বাধীনভাবে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন-'ফুল হয় সুন্দর’ যুক্তিবাক্যটিতে ‘ফুল’ ও ‘সুন্দর' শব্দ দু'টি পদযোগ্য শব্দ। কারণ এ যুক্তিবাক্যে ফুল শব্দটি উদ্দেশ্য এবং মিষ্টি শব্দটি বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে মানুষ, বই, গাছ, বুদ্ধিমান, মরণশীল, পন্ডিত, দার্শনিক প্রভৃতি শব্দগুলো পদযোগ্য শব্দ । কারণ এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে। কাজেই সকল পদযোগ্য শব্দই পদ। এখানে একটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম (সম্বন্ধবাচক সর্বনাম ব্যতীত) ও অব্যয় পদযোগ্য শব্দের উদাহরণ।
সহ-পদযোগ্য শব্দ :
যে সব শব্দ স্বাধীনভাবে অর্থাৎ নিজে নিজে কোনো যুক্তবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তবে অন্য কোন শব্দের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন-সকল’, ‘কিছু’, ‘এই’, ‘একটি’, ‘টি','টা’, ‘র’, ‘এর’, ‘খানা’, ‘খানি’, ‘তাহলে’, ‘অতএব প্রভৃতি হলো সহ-পদযোগ্য শব্দ। এ ধরণের শব্দ অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়। সকল মানুষ হয় মরণশীল’ যুক্তিবাক্যটিতে ‘সকল’ হলো সহ-পদযোগ্য শব্দ।
পদ-নিরপেক্ষ শব্দ :
যে সব শব্দ কখনো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে পদনিরপেক্ষ শব্দ বলে। অর্থাৎ পদ-নিরপেক্ষ শব্দ স্বাধীনভাবে বা অন্য কোন শব্দের সাহায্যে কোনোভাবেই যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। যেমন-আহা, হায় হায়, ছি ছি, উ, আ, মরি মরি, ইত্যাদি হচ্ছে পদ-নিরপেক্ষ শব্দ। কারণ এগুলো কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না।
উপরােল্লিখিত আলোচনা হতে আমরা দেখতে পাই যে, যুক্তিবিদ্যায় পদযোগ্য শব্দগুলো সরাসরি পদ হিসেবে ব্যবহৃত হয় । সহ-পদযোগ্য শব্দ ও পদ-নিরপেক্ষ শব্দ পদ নয়। তবে সহ-পদযোগ্য শব্দগুলো পদযোগ্য শব্দের সাথে যুক্ত হয়ে পদে পরিণত হতে পারে । কিন্তু পদ-নিরপেক্ষ শব্দ কোনোক্রমেই পদ হতে পারে না। সুতরাং শব্দের ক্ষেত্র পদের চেয়ে অনেক ব্যাপক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions