নৃবিজ্ঞান কি
শাব্দিক অর্থে নৃ-বিজ্ঞান বলতে মানুষের বিজ্ঞানকে বোঝায়। Anthropo অর্থ মানুষ এবং Logy অর্থ বিজ্ঞান এ বিজ্ঞানের সাহায্যে মানুষের অতীত কাল হতে অদ্যাবধি বিবর্তনের ধারা পর্যালোচনা করা হয়। এজন্য নৃ-বিজ্ঞানকে মানুষের বিজ্ঞান বলা হয়। অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের জন্ম পরিচয়, জন্ম ইতিহাস, সংস্কৃতি, পরিবার, রাষ্ট্র, ধর্ম প্রভৃতি প্রথা প্রতিষ্ঠানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়েই সাধারণত নৃ-বিজ্ঞানের পথচলা। নৃ-বিজ্ঞানী ম্যালিনোস্কি এর মতে, নৃ-বিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক পাঠ বা আলোচনা ।
মুহম্মদ হাবিবুর রহমানের মতে, প্রাণী হিসেবে মানুষ এবং সামাজিক জীব হিসেবে তার সংস্কৃতির পর্যালোচনাই নৃ-বিজ্ঞানের উদ্দেশ্য। বস্তুত নৃ-বিজ্ঞান মানুষের উৎপত্তি, প্রাণিরাজ্যে তার স্থান তথা এর বিবর্তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। নৃ- বিজ্ঞানের সংজ্ঞায় ই. এ হোবেল বলেন, “নৃ-বিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বিজ্ঞান।”
সুতরাং বলা যায় যে, নৃ-বিজ্ঞান হলো এমন এক শাস্ত্র বা পাঠ, যা মানুষের উৎপত্তি, পরিচয়, ক্রমবিকাশ, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বিষয়াদি সম্পর্কে বস্তুনিষ্ট ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে। নৃ-বিজ্ঞান জৈবিক নৃ-বিজ্ঞান ও সাংস্কৃতিক নৃ-বিজ্ঞান এ দু'ভাগে বিভক্ত ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions