ইসলাম কি | ইসলাম কাকে বলে
ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম আরবি শব্দ। এটি (سلْ ٌم ِ) শব্দ থেকে এসেছে। এর অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য প্রকাশ করা, শান্তির পথে চলা, মুসলমান হওয়া। পরিভাষাগত অর্থ বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা ও মৃত্যুদাতা আল্লাহ তাআলার কাছে বিনা দ্বিধায় আত্মসমর্পণ করে তার আদেশ নিষেধ মেনে চলা। তাঁর দেয়া বিধান অনুসারে জীবন যাপন করা। আর যিনি ইসলামের বিধান অনুসারে জীবন যাপন করেন তিনি হলেন মুসলিম।
ইসলাম সকল নবি রাসূলের দ্বিন বা জীবন বিধান। আল্লাহ তাআলা বলেন,
شَرَعَ لَكُمْ مِنَ الدِّيْنِ مَا وَضَى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوْسٰى
وَعِيْسَىٰ أَنْ أَقِيمُوا الدِّيْنَ وَلَا تَتَفَرَّقُوا
‘“তিনি তোমাদের জন্যে দ্বিনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকে এই মর্মে যে তোমরা দ্বিনকে প্রতিষ্ঠিত করবে এবং পার্থক্য সৃষ্টি করবে না” (সূরা আশ শুরা-৪২: ১৩)।
সকল নবি যেমন মুসলিম ছিলেন, তেমনি হযরত নূহ (আ) ইসলামের অনুসারি ছিলেন, যা তাঁর কথার মাধ্যমে ফুটে উঠেছে। পবিত্র কুরআনে এভাবে বর্ণনা করা হয়েছে যে, হযরত মূসা(আ) বলেন-
وَأُمِرْتُ أَن أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ
“আমি মুসলিম হওয়ার জন্য আদিষ্ট হয়েছি।” (সূরা ইউনুস ১০:৭২)
এ কারণেই হযরত ইরবাহীম (আ) নিজেকে ও নিজ উম্মতকে ‘উম্মতে মুসলিমা' বলেছিলেন। আল-কুরআনে এসেছে—
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِيَّتِنَا أُمَةٌ مُسْلِمَةٌ لَكَ
“হে আমাদের পালনকর্তা। আমাদের উভয় কে মুসলিম করো এবং আমাদের বংশধর থেকে একটি মুসলিম তথা আত্মসমর্পণকারী দল বানাও”। (সূরা বাকারা ২: ১২৮)
হযরত ইবরাহীম (আ.) তাঁর সন্তানদের উপদেশ দিতে গিয়ে বলেছেন:
فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُّسْلِمُونَ
“তোমরা মুসলমান হওয়া ছাড়া কখনও মৃত্যুবরণ করো না”। (সূরা বাকারা ২:১৩২)
মোট কথা, প্রত্যেক নবি-রাসূল কর্তৃক আনীত দ্বিন বা ধর্ম হলো ইসলাম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions