Home » » জাহান্নাম কি

জাহান্নাম কি

জাহান্নাম কি

মীযানে পাপের পাল্লা যাদের ভারী হবে তাদের জন্য আল্লাহ চরম দুঃখের এক ভয়ঙ্কর বাসস্থান নির্মাণ করে রেখেছেন । এর নাম জাহান্নাম। এটি হল নরক বা চিরশাস্তির স্থান। একে নার বা দোযখও বলা হয়।

জাহান্নাম চির দুঃখের স্থান। পৃথিবীতে যারা ইমান আনেনি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেনি, রাসূলুল্লাহ (স) এর আদর্শ অনুসরণ করেনি বরং খারাপ কাজ করেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে – আখিরাতে তাদের চিরস্থায়ী বাসস্থান হিসেবে জাহান্নাম নির্বাচিত হবে।

জাহান্নামে শান্তি ও স্বস্তিঃ থাকবে না। এখানে থাকবে ভীষণ শাস্তি, ভয়ঙ্কর কষ্ট, অসীম দুঃখ। পাপী লোকদের জাহান্নামের আগুনে পোড়ান হবে। ভয়ঙ্কর সে আগুন। রাসূলুল্লাহ (স) বলেছেন: ‘তোমাদের এ পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের একাত্তর ভাগের একভাগ মাত্র।' এ আগুনে পাপীরা অনন্তকাল জ্বলতে থাকবে। তাদের শরীরের চামড়া আর গোশত ঝলসে খসে পড়বে। আবার পরিবর্তন করে নতুন চামড়া ও গোশত দেয়া হবে যাতে পোড়ার যন্ত্রণা শেষ না হয়। এমন সীমাহীন শাস্তির পরও জাহান্নামীরা মারা যাবে না। আবার তারা ভালোভাবে বাঁচতেও পারবে না।

জাহান্নামে পাপীরা প্রচণ্ড পিপাসার্ত হবে। তাদেরকে পান করতে দেয়া হবে গরম রক্ত ও পুঁজ মেশানো দুর্গন্ধযুক্ত অতি উত্তপ্ত পানীয় ‘হামীম।' এখানে তারা পঁচা রক্ত ও পুঁজের সাগরে হাবুডুবু খাবে। তাদের প্রচণ্ড ক্ষুধা লাগবে। খেতে দেয়া হবে ‘যাক্কুম’ নামের কাঁটাময় দুর্গন্ধযুক্ত উদ্ভিদ। এ খাবার তাদের ভয়ঙ্কর শাস্তিকে আরো বাড়িয়ে দেবে।

আখিরাতে ধনসম্পদ বা অন্য কোন কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে রেহাই পাওয়া যাবে না। পাপীরা ভয়ঙ্কর যন্ত্রণায় মৃত্যু কামনা করবে। পূনরায় পৃথিবীতে ফিরে আসার প্রার্থনা করবে। কিন্তু তাদের মৃত্যু হবে না, বরং শাস্তি আরো বাড়িয়ে দেয়া হবে।

আল্লাহর মুমিন বান্দারা কখনোই জাহান্নামে যাবে না। কুরআনে বলা হয়েছে,

فَأَمَّا مَنْ طَغَى وَاثَرَ الْحَيَوْةَ الدُّنْيَا. فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى

‘যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, জাহান্নামই হবে তার ঠিকানা।' (নাযিয়াত ৭৯:৩৭-৩৯) জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কাজ পৃথিবীতেই করে যেতে হবে। রাসূলুল্লাহ (স) যে দীন নিয়ে এসেছেন তার আলোকে জীবন পরিচালনা করলে, আল্লাহর হুকুম আহকাম মেনে চললে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।


কুরআন মাজীদ ও হাদীসের বর্ণনা অনুসারে জাহান্নামের সাতটি স্তর রয়েছে। এগুলো হল,

১। জাহান্নাম;

২। হাবিয়াহ;

৩। জাহীম;

৪। সাকার; 

৫ । সাঈর;

৬। হুতামাহ এবং

৭। লাযা।


বস্তুত আখিরাতে জান্নাত লাভ হল পরম সফলতা আর জাহান্নাম লাভ হল চরম ব্যর্থতা। সুতরাং আমরা আল্লাহর প্রতি ইমান আনব, খারাপ কাজ থেকে বিরত থাকব, তাঁর হুকুম অনুসারে জীবন পরিচালনা করব। তাহলে জাহান্নামের ভয়ঙ্কর জীবনের পরিবর্তে আমরা জান্নাতের চিরসুখী জীবন লাভ করতে পারব ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *