সবর কি বা সবর কাকে বলে
সবর বা ধৈর্যশীলতা এমন একটি কাঙ্খিত নৈতিক গুণ, যা ছাড়া মানুষ সফলতা ও কল্যাণলাভ করতে পারে না। ব্যক্তি জীবনে যেমন তেমনি সামাজিক জীবনেও সফলতা লাভের প্রথম শর্ত হলো সবর। তা ছাড়া ব্যক্তি পর্যায় থেকে জাতীয় পর্যায়ের প্রতিটি স্তরে সুদৃঢ় সম্পর্ক তৈরি বা সংরক্ষণেও সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘সবর' আরবি শব্দ। অর্থ ধৈর্য, বিপদে ধৈর্যধারণ করা, বীরত্ব। সাধারণভাবে সবর হলো দুঃখ-কষ্ট ও বিপদ-আপদ দৃঢ়তার সাথে সহ্য করা। ইসলামি পরিভাষায় বিষয়টি আরো ব্যাপক।
আল্লামা ইবন কাছীর (র.) বলেন- আল্লাহর পক্ষ থেকে যা আরোপিত হয় তা বান্দার মেনে, এ বিষয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এবং তার দেয়া প্রতিফলের উপর খুশি থাকাকে সবর বা ধৈর্য বলে (তাফসীর ইবনে কাসির ১ম খণ্ড)।
সবরের প্রকারভেদ
প্রাথমিকভাবে সবরকে দুভাগে ভাগ করা হয়েছে। যেমন- ১। শারীরিক সবর, ২। আত্মিক সবর।
১.শারীরিক সবর:
আল্লাহ তাআলার প্রতি এবং তাঁর সৃষ্টিকুলের প্রতি আল্লাহ নির্ধারিত বিভিন্ন দায়িত্ব পালনের সময় মানুষের শারীরিক কষ্ট হয়। কখনো কখনো তাকে অমানুষিক পরিশ্রম করতে হয়। এসকল শারীরিক পরিশ্রমের কাজে নিষ্ঠা ও আন্তরিকতা প্রদর্শন এবং ধৈর্যধারণকে শারীরিক সবর বলা হয়। যেমন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, অসুস্থ বা আহত রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া, হজ্জ পালনের সময় কষ্ট করা প্রভৃতি।
২.আত্মিক সবর:
মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানবিক প্রবৃত্তি দিয়েছেন। কাম, ক্রোধ, লোভ, ঘৃণা, হিংসা প্রভৃতি এসকল প্রবৃত্তির অন্যতম। এসকল অন্যায় প্রবৃত্তি মানুষকে অপরাধে লিপ্ত হওয়ার প্রেরণা দেয়। তাকে পাপ করার জন্য প্রলোভিত করে। এমন অবস্থায় পাপচিন্তা ও কর্ম থেকে আত্মাকে পবিত্র রাখার জন্য নিষ্ঠার সাথে ধৈর্য অবলম্বন করাকে আত্মিক সবর বলে।
ইমাম গাযালি (রা) সবরের পাঁচটি বিভিন্ন শ্রেণির কথা উল্লেখ করেছেন। যেমন-
১. সুখ ও আনন্দাবস্থায় সবর: সুখের সময়, কৃতিত্ব ও সাফল্যের সময় মানুষ আনন্দ-সাগরে ভাসতে থাকে। সে নীতি- নৈতিকতার বাধা মানতে চায় না। যা খুশি তা করার মানসিকতা গড়ে ওঠে তার মধ্যে। এমন অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সীমালংঘনমূলক আচরণ থেকে বিরত থাকা হলো সুখ ও আনন্দাবস্থায় সবর।
২. বিপদ-আপদে সবর: রোগ-শোক, দুঃখ-কষ্ট, ক্ষুধা-তৃষ্ণা, ভয়-ভীতি, অভাব-দরিদ্রতা প্রভৃতি বিপদ বিভিন্ন সময়ে মানুষের ওপর পতিত হয়। এমন বিপদে আল্লাহর ওপর ভরসা রাখা, হতাশায় ভেঙে না পড়া এবং অবস্থার উন্নতির জন্য চেষ্টা করা হলো বিপদ-আপদে সবর।
৩. ইবাদতে সবর: আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহর সকল ইবাদতেই ব্যক্তিকে কিছু না কিছু কায়িক শ্রম ব্যয় করতে হয়। তার সময় ও শক্তি কাজে লাগাতে হয়। নিষ্ঠার সাথে ইবাদত সম্পাদনে এ শ্রম ও শক্তি ব্যয়ে আন্তরিকতা প্রদর্শন হলো ইবাদতে সবর।
৪. অত্যাচারে সবর: ইসলাম প্রচারের কাজে বা সমাজে সুনীতি প্রতিষ্ঠার চেষ্টায় ব্যক্তি মাঝে-মধ্যে অসৎ কোন ব্যক্তি বা গোষ্ঠির হাতে নিপীড়িত হতে পারেন। এমন অবস্থায় নির্যাতন সহ্য করে ভাল কাজ চালিয়ে যাওয়া হলো অত্যাচারে সবর ।
৫. পাপের কাজে সবর: পাপের কাজে বাহ্যিকলাভ বেশি, তা করাও দৃশ্যত মনোরম এবং আকর্ষণীয়। পাপের কাজের এই কৃত্রিম আকর্ষণ,লাভ ও সৌন্দর্য উপেক্ষা করে তা থেকে বিরত থাকা হলো পাপের কাজে সবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions