Home » » সমাজ সংস্কার কি

সমাজ সংস্কার কি

সমাজ সংস্কার কি

সংস্কার শব্দটির অর্থ হলো কোনো বিষয়ের ক্ষতিকর দিকগুলোর অপসারণ করে নতুন কিছুর আবির্ভাব ঘটানো অর্থাৎ সংস্কার হলো সংশোধন এবং এর মাধ্যমে সমাজব্যবস্থাকে অধিকতর কল্যাণকর ও মঙ্গলজনক অবস্থায় নিয়ে যাওয়ার এক প্রক্রিয়া। অর্থাৎ সমাজসংস্কার হলো সমাজের প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ ও আদর্শ, সমাজের বিভিন্ন আচার-অনুষ্ঠান, সমাজের প্রথা ও প্রতিষ্ঠান প্রভৃতি যা সমাজের জন্য ক্ষতিকর বা সমাজের কল্যাণের পরিপন্থী তাকে সংশোধন ও পরিবর্তন করে সে স্থলে সমাজের কল্যাণ উপযোগী নতুন মূল্যবোধ, আদর্শ, ধ্যান-ধারণা, সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি গড়ে তোলা । Robert L. Barker এর মতে, সমাজসংস্কার সামাজিক প্রতিষ্ঠানসমূহকে পূনর্গঠন করে এবং এর মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও অন্যান্য কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন আনয়নের চেষ্টা করে।

সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী সমাজসংস্কার হলো সামাজিক দৃষ্টিভঙ্গি, সামাজিক ও সাংস্কৃতিকভাবে নির্ধারিত ভূমিকা, সামাজিক আচার-আচরণের ধরন প্রভৃতি ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুচিন্তিত ও উদ্দেশ্যপূর্ণ কার্যক্রম।

সমাজসংস্কার একটি বহুমুখী পরিবর্তনকারী উদ্যোগ। সমাজসংস্কার বা সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার এবং সমাজের কুপ্রথা বা অন্যায় পদক্ষেপসমূহ দূর করে সমাজে স্থিতিশীলতা এবং শান্তি-শৃঙ্খলা অর্জন করা সম্ভব। যুগে যুগে সমাজসংস্কার আন্দোলনগুলো এ লক্ষ্যে পরিচালিত হয়েছে। যেমন— সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন, হিন্দু বিধবা বিবাহ আন্দোলন, আলীগড় আন্দোলন, ফরায়েজী আন্দোলন প্রভৃতি ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *