কম্পিউটার হ্যাং হওয়ার কারন
আমাদের যেসব অবহেলা বা অজ্ঞতার কারণে কম্পিউটার প্রায়শই ধীরগতিতে কাজ করে বা হ্যাং হয়ে যায় সেগুলো নিম্নরূপ:
১. অতিরিক্ত তাপমাত্রা, আর্দ্রতা, ধুলিকণা, চৌম্বকক্ষেত্র, তরল ও দাহ্য পদার্থ ইত্যাদি ক্ষতিকারক পরিবেশগত ও কৃত্রিম উপাদানের সংস্পর্শে আসা;
২. বেখেয়ালিভাবে কম্পিউটারের তার ধরে অযথা টানাহেঁচড়া করা এবং তাড়াহুড়ো করে ও বলপূর্বক কীবোর্ড, মাউস, পেনড্রাইভ, সিডি ইত্যাদি ব্যবহার করা ;
৩. অপ্রয়োজনীয় সফ্টওয়্যার, ফাইল, ই-মেইল ইত্যাদি দ্বারা সিস্টেম ওভারলোড করে ফেলা;
৪. ইন্টারনেট ব্রাউজার চালু অবস্থায় একই সাথে অনেকগুলো ট্যাব বা টুল বার খুলে রাখা এবং
৫. রিসাইকেল বিনে জমা হওয়া আইটেম, জাঙ্ক ই-মেইল ইত্যাদি পুরোপুরিভাবে ডিলিট না করা।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions