Home » » সার্চ ইঞ্জিন কাকে বলে

সার্চ ইঞ্জিন কাকে বলে

সার্চ ইঞ্জিন কাকে বলে

ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী একটি বিশেষ কম্পিউটার নেটওয়ার্ক যার সাহায্যে বিশ্বের যে কোন স্থান থেকে এই নেটওয়ার্কের সাথে যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা যায়। ইন্টারনেট বলা হয় তথ্য ভান্ডার বা তথ্যের মহাসমুদ্র, কেননা এমন কোন বিষয় নেই যা সম্পর্কে ইন্টারনেট থেকে তথ্য পাওয়া যায় না। বিশ্বের যে কোন প্রান্তে অবস্থান করে, যে কোন সময়ে ইন্টারনেটে যুক্ত হয়ে কাঙ্ক্ষিত যে কোন বিষয়ের তথ্যে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যায়। ইন্টারনেট থেকে কোন তথ্য হলে কতগুলো এমন কতগুলো সফ্টওয়্যারের প্রয়োজন হয় যেখানে কোন নির্দিষ্ট বিষয়ের নাম লিখে সার্চ ক্লিক করলে বা এন্টার বাটন চাপলেই ইন্টারনেটের সাথে যুক্ত পৃথিবীর সকল সার্ভারে থাকা ঐ বিষয়ের তথ্যগুলো কম্পিউটারে প্রদর্শিত হয়। এরূপ যে সকল সফ্টওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধান করা যায় যেগুলো সার্চ ইঞ্জিন নামে পরিচিত। আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেট থেকে কোন তথ্য অনুসন্ধান (সার্চ) করাকে ব্রাউজ করা বলা হয় ।

সার্চ ইঞ্জিন ব্যবহার করে খুব সহজেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। ইন্টারনেট থেকে বিভিন্নভাবে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা যায়। সরাসরি এড্রেস লিখে কাঙ্ক্ষিত ওয়েবসাইট থেকে তথ্য জানা যায় আর নির্দিষ্ট এড্রেস জানা না থাকলে সাধারণত সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায়। বেশির ভাগ ইন্টারনেট ব্যবহারকারী তাদের প্রয়োজনীয় তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিনের উপর নির্ভরশীল। সার্চ ইঞ্জিনের মাধ্যমে নির্দিষ্ট এড্রেস না জেনেই অনেক সহজেই প্রয়োজনীয় তথ্য বা ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় ।

বর্তমান সময়ের কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে-

www.google.com (গুগল)

www.yahoo.com (ইয়াহু) www.bing.com (বিং)

www.amazan.com (আমাজান)

www.ask.com (আস্ক)

www.msn.com (এমএসএন)

www.hotbot.com (হটবট)

এ সকল সার্চ ইঞ্জিন ব্যবহার করার জন্য দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের হাতে কলমে অনুশীলন করতে হবে।

প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করে এড্রেস করে যে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে চাই সেই সার্চ ইঞ্জিনের এড্রেস লিখে এন্টার বাটনে চাপ দিলে সার্চ ইঞ্জিনটি ওপেন হবে।

এরপর যে বিষয় সম্পর্কে জানতে চাই সার্চ ইঞ্জিনের টেক্সট বক্সে সেই শব্দ বা বাক্য লিখে এন্টার (Enter) বাটনে চাপ দিলে সেই বিষয় সম্বলিত বিভিন্ন ওয়েব পেজের লিংকের তালিকা প্রদর্শিত হবে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*