কভার লেটার কি? কভার লেটার লেখার নিয়ম
কভার লেটার প্রস্তুতকরণ (Preparing For Cover Letter)
জীবনবৃত্তান্ত জমা দেবার সময় চাকুরিদাতাকে উদ্দেশ্য করে একটি চিঠি বা পত্র প্রস্তুত করা প্রয়োজন হয় যাকে কভার লেটার বা আবেদনপত্র বলে । এর মাধ্যমে আবেদনকারী চাকুরিদাতার কাছে তার যোগ্যতা নির্দিষ্ট পদের সাথে কতটা সঙ্গতিপূর্ণ তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করে। এক্ষেত্রে আবেদনপত্র প্রস্তুত করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখতে হয়:
১. আবেদনকারীকে এমনভাবে সঙ্গতিপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্য দিতে হয় যেন তা চাকুরিদাতার দৃষ্টি আকর্ষণ করে ।
২. আবেদনকারী আবেদনকৃত পদটির জন্য কতটা যোগ্য ও প্রয়োজনীয় হতে পারে তা সংক্ষিপ্তভাবে উল্লেখ করা ।
১. ইতিবাচক বার্তা ও তথ্য দিয়ে বিক্রয় বার্তার মতো করে কভার লেটার লিখা প্রয়োজন ।
২. নিজের যোগাযোগের ঠিকানা দিয়ে যোগাযোগের প্রতি অনুকূল বক্তব্য রাখা ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions