Home » » মেইন সেকশন পেজ কি?

মেইন সেকশন পেজ কি?

মূল ধারার পেজ (Main Section Page):

হোম পেজের বিভিন্ন মেনু বা অপশনে ক্লিক করে অন্যান্য পেজে যাওয়া যায়। হোম পেজের মেনুগুলোকে বলে মেইন সেকশন, যা ওয়েবসাইটের Site Index হিসেবে পরিচিত। হোম পেজের লিংক থেকে মূলধারা পেজগুলোতে ভিজিটররা যাবে নির্দিষ্ট তথ্যের জন্য। এটি অনেকটা সফটওয়্যারের মেনুর কিংবা বইয়ের ইনডেক্স-এর মতো। এখান থেকে জানা যায় যে, ওয়েবসাইটটির কোথায় কোন ধরনের বিষয়বস্তু আছে।


মেইন সেকশন পেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ:

  • একই ধরনের তথ্যের জন্য একাধিক মূলধারা পেজ থাকা বাঞ্চনীয় নয় তাতে দর্শকরা বিরক্তি বোধ করতে পারে। 
  • নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য সংবলিত উপধারা পেজের লিংক থাকা প্রয়োজন।
  • মেইন সেকশন পেজগুলোর মধ্যে পরিভ্রমণের জন্য মেনু লিংক থাকা প্রয়োজন।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *