Home » » সেফ মোড কি

সেফ মোড কি

সেফ মোড কি

(Safe Mode)

উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু হতে না পারলে অনেক সময় সেফ মোড এ চালু হয়। সেফ মোড হলো বিশেষ এক ধরনের অবস্থা যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল এবং ড্রাইভারসমূহ নিয়ে লোড হয়। বলা যেতে পারে বিপদকালীন অবস্থা যখন নূন্যতম রসদ নিয়ে প্রাণে বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ। উইন্ডোজ এই মোডে বাড়টি কোনো কিছুই রান করে না যেমন: সাউন্ড, প্রিন্টার, হাই কালার ডিসপ্লে ইত্যাদি কাজ করবে না। কোন ফাইল সিস্টেমে সমস্যা থাকলে সেফ মোড তা সনাক্ত করে দিতে সাহায্য করে। এজন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সেফ মোডকে ডায়াগনস্টিক মোডও বলা হয়। উইন্ডোজ চালু হওয়ার সময় কিবোর্ডের F8 বাটন চাপলে যে মেনু আসে সেখান থেকে সেফ মোড চালু করা যায়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*