Home » » সাধারণ জ্ঞান : মাইক্রোপ্রসেসর ও সিপিইউ

সাধারণ জ্ঞান : মাইক্রোপ্রসেসর ও সিপিইউ

সাধারণ জ্ঞান: মাইক্রোপ্রসেসর ও সিপিইউ বিষয়ক 

 

কম্পিউটার সংগঠনের প্রধান প্রধান অংশ কতটি?

উত্তর:  ২টি

 

১। সিপিইউ এর প্রধান অংশ নয় কোনটি?

ক) মেমোরি

খ) নিয়ন্ত্রণ ইউনিট

গ) অপারেটিং সিস্টেম

ঘ) গাণিতিক যুক্তি ইউনিট

উত্তর: অপারেটিং সিস্টেম

 

২। সিপিইউকে কত ভাগে ভাগ করা হয়?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ)  ৫

উত্তর: ৩


৩। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?

ক) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের

খ) ম্যাকনার্স বিশ্ববিদ্যালয়ের

গ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের

ঘ) সিলিকন ভ্যালি বিশ্ববিদ্যালয়ের

উত্তর: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের

 

৪। ‘টেড হফ’ কত সালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন?

ক) ১৯৬৮ সালে

খ) ১৯৭০ সালে

গ) ১৯৭১ সালে

ঘ) ১৯৭৬ সালে

উত্তর: ১৯৭০ সালে

 

৫। ‘টেড হফ’ কোন বিষয়ের শিক্ষক ছিলেন?

ক) রসায়নবিদ্যা

খ) জীববিদ্যা

গ) পদার্থবিদ্যা

ঘ) গণিত

উত্তর: পদার্থবিদ্যা

 

৬। ‘টেড হল’- এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল?

ক) মাইক্রোপ্রসেসর

খ) মাইক্রো মোমোরি

গ) কন্ট্রোলিং চিপ

ঘ) কম্পিউটার ইন এ চিপ

উত্তর: কম্পিউটার ইন এ চিপ

 

৭। বিশ্বখ্যাত ইন্টেল কোম্পানি প্রতিষ্ঠা করেন কে?

ক) বব নয়েস ও জন নেপিয়ার

খ) বব নয়েস ও গর্ডন মুর

গ) বিল গেটস ও মারকুলা

ঘ) চার্লস ব্যাবেজ ও স্টিভ জবস

উত্তর: বব নয়েস ও গর্ডন মুর

 

৮। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে?

ক)Windows XP

খ) MS Word

গ) Hard Disk

ঘ) CPU

উত্তর: CPU


৯। মাইক্রোপ্রসেসরের কাজ কী?

ক) তথ্য ইনপুট দেওয়া

খ) তথ্য মুদ্রণ করা

গ) তথ্য সংরক্ষণ করা

ঘ) তথ্য প্রক্রিয়াকরণ করা

উত্তর: তথ্য প্রক্রিয়াকরণ করা

 

১০। নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের অংশ নয়?

ক) এএলইউ

খ) কন্ট্রোল ইউনিট

গ) রেজিস্টার অ্যারে

ঘ) Ram

উত্তর: রেজিস্টার অ্যারে 

 

১১।  মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং-এর জন্য ব্যবহৃত হয়?

ক) ALU

খ) Control Unit

গ) Registry Array

ঘ) Accumulator

উত্তর: ALU


১২। নিয়ন্ত্রণ ইউনিটে ইনপুট হিসেবে আসা তথ্যগুলো কোথায় জমা থাকে?

ক) সহায়ক স্মৃতিতে

খ) প্রধান স্মৃতিতে

গ) রম-এ

ঘ) আউটপুটে

উত্তর: প্রধান স্মৃতিতে

 

১৩। নিয়ন্ত্রণ ইউনিট কোথা থেকে তথ্যগুলো গাণিতিক যুক্তি ইউনিটে প্রেরণ করে?

ক) র‌্যাম থেকে

খ) রম থেকে

গ) ইনপুট থেকে

ঘ) আউটপুট থেকে

উত্তর: র‌্যাম থেকে

 

১৪। গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কি?

ক) ডাটা

খ) ইনফরমেশন

গ) অপারেন্ড

ঘ) ইন্সট্রাকশন

উত্তর: অপারেন্ড

 

১৫। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কত ভাগে ভাগ করা যায়?

ক) ১ ভাগে

খ) ৩ ভাগে

গ) ২ ভাগে

ঘ) ৪ ভাগে

উত্তর: ২ ভাগে

 

১৬। নিদের্শ নির্বাহ করার দায়িত্ব পালন করে কে?

ক) Decoder

খ) Execution Cycle

গ) Fetch Cycle

ঘ) Decode Cycle

উত্তর:  Execution Cycle

 

১৭। CPU এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়?

ক) মনিটর -এ

খ)  Rom-এ

গ) Register-এ

ঘ) Disk-এ

উত্তর: Register-এ

 

১৮। স্মৃতি অবস্থানের ঠিকানা/অ্যাড্রেসের জন্য কোন রেজিস্টার ব্যবহৃত হয়?

ক) সাধারণ রেজিস্টার

খ) নির্দেশ রেজিস্টার

গ) এ্যাকুমুলেটর রেজিস্টার

ঘ) প্রোগ্রাম গণনাকারী রেজিস্টার

উত্তর:  প্রোগ্রাম গণনাকারী রেজিস্টার

 

১৯। সংরক্ষণ করা কাজ কোথায় জমা হয়?

ক) প্রধাণ স্মৃতিতে

খ) সহায়ক স্মৃতিতে

গ) র‌্যাম এ

ঘ) রম এ

উত্তর: সহায়ক স্মৃতিতে

 

২০। রেজিস্টার হচ্ছে কি?

ক) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান

খ) র‌্যাম

গ) রম

ঘ) র‌্যাম ক্যাশ

উত্তর:  কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান

 

২১। গাণিতিক ফলাফল সংরক্ষণের জন্য কোন রেজিস্টার ব্যবহৃত হয়?

ক) প্রোগ্রাম গণনাকারী রেজিস্টার

খ) নির্দিষ্ট রেজিস্টার

গ) একুমুলেটর রেজিস্টার

ঘ) কোনটিই নয়

উত্তর:  একুমুলেটর রেজিস্টার

 

২২। কম্পিউটারের বাস কোনটি?

ক) কন্ট্রোল বাস

খ) ডাটা বাস

গ) ভিইএসএ

ঘ) ফেচ সাইকেল

উত্তর: ভিইএসএ

 

২৩। কম্পিউটারের বাস নয় কোনটি?

ক) CPU

খ) PCI

গ) Ram

ঘ) Rom

উত্তর: IDE

 

২৪। কম্পিউটারের অতি পরিচিত একটি বাস হল-

ক) CPU

খ) PCI

গ) RAM

ঘ) ROM

উত্তর:  PCI


২৫। ইউএসবি পোর্টে ডাটা ট্রান্সফারের প্রাথমিক গতি কত ছিল?

ক) ১২ মেগাবাইট

খ) ৭২০ কিলোবাইট

গ) ২৮ মেগাবাইট

ঘ) ৮০০ কিলোবাইট

উত্তর: ১২ মেগাবাইট


২৬। কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২

খ) ৩ 

গ) ৪

ঘ) ৫

উত্তর: ২

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *