Home » » সাধারণ জ্ঞান : কম্পিউটার সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম

সাধারণ জ্ঞান : কম্পিউটার সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম

কম্পিউটার সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম বিষয়ক সাধারণ জ্ঞান

১। কোনটি কম্পিউটারের প্রাণশক্তি?

উত্তর:   সফটওয়্যার


২। প্রোগ্রাম কি?

উত্তর:   কতগুলো নির্দেশমালা


৩। কম্পিউটার নিজস্ব বুদ্ধির পরিমাণ কত?

উত্তর: নেই


৪। সফটওয়্যার প্রধানত কত প্রকার?

উত্তর:  ২ প্রকার


৫। সফটওয়্যার শক্তির ধরণ কী?

উত্তর:   অদৃশ্য শক্তি


৬। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে কি?

উত্তর:  অপারেটিং শক্তি


৭। কম্পিউটার সুইচ অন করার সাথে সাথে কে র‌্যাম এর জায়গার পরিমাণ পরীক্ষা করে?

উত্তর:   অপারেটিং সিস্টেম


৮। কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কী বলে?

উত্তর:   স্টার্টআপ ডিস্ক


৯। স্টার্টআপ ডিস্কে কি থাকে?

উত্তর:  সিস্টেম সফটওয়্যার


১০। অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কি করে?

উত্তর:  সেতু রচনা করে


১১। কোনটি অপারেটিং সিস্টেমের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ?

উত্তর:   ব্যবস্থাপনা


১২। কোনটি হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশনের সাথে যোগসুত্র রক্ষা করে?

উত্তর:   অপারেটিং সিস্টেম


১৩। কর্ম বিভাগের ভিত্তিতে অপারেটিং সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যেতে পারে?

উত্তর:  ২ভাগে


১৪। অপারেটিং সিস্টেম গঠিত হয় কিভাবে?

উত্তর:  অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে


১৫। কোনটি নিয়ন্ত্রণ অংশের সংশ্লিষ্ট প্রোগ্রাম?

উত্তর:  সুপারভাইজর প্রোগ্রাম


১৬। সেবামূলক প্রোগ্রামের অংশ কয়কি? অথবা সেবামূলক প্রোগ্রামকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর:  দুটি


১৭। সেবামূলক প্রোগ্রামের দুইটি অংশ রয়েছে, প্রক্রিয়াকরণ প্রোগ্রাম এবং অন্যটি কি?

উত্তর:  উপযোগ প্রোগ্রাম


১৮। অপারেটিং সিস্টেমের কেন্দ্রিয় অংশকে কি বলা হয়?

অথবা, অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?

অথবা, আধুনিক সিস্টেম সফটওয়্যারের নিউক্লিয়াস কোনটি?

উত্তর:  কারনেল

 

১৯। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?

উত্তর:  উইন্ডোজ

 

২০। কোনটির উপর ভিত্তিকে সিস্টেম সফটওয়্যার গড়ে ওঠে?

উত্তর:  কারনেল

 

২১। কোন বিষয়টি কম্পিউটার বুঝতে পারে?

উত্তর:  নিজস্ব ভাষা

 

২২। কম্পিউটারের নিজস্ব ভাষার নাম কি?

উত্তর:  মেশিন ভাষা

 

২৩।  কম্পিউটারের জন্য অপরিহার্য সফটওয়্যার কি?

উত্তর:  অপারেটিং সিস্টেম


২৪। টাইম শেয়ারিং সফটওয়্যার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

উত্তর:  লোকাল এরিয়া নেটওয়ার্কে


২৫। কোন কমান্ডের সাহায্যে অপারেটিং সিস্টেম পরিচালনা করা হয়?

উত্তর:  বর্ণভিত্তিক বা চিত্রভিত্তিক


২৬। টাইম শেয়ারিং, রিসোর্স শেয়ারিং ও ক্লায়েন্ট সার্ভার কি?

উত্তর:  সিস্টেম সফটওয়্যার


২৭। লোকাল এরিয়া নেটওয়ার্ক পদ্ধতির জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটি?

উত্তর:  টাইম শেয়ারিং


২৮। সার্ভারের সঙ্গে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোকে বলা হয় কি?

উত্তর:  টার্মিনাল


২৯। ডাম্ব টার্মিনাল থাকে কোন অপারেটিং সিস্টেমে?

উত্তর:  টাইম শেয়ারিং


৩০। সময়ের কোন একককে টাইম শেয়ারিং এর কাজ হয়?

উত্তর:  মিলি সেকেন্ডে


৩১। টাইম শেয়ারিং এবং রিসোর্স শেয়ারিং পদ্ধতি দুটির সীমাব্ধতা দূর করার জন্য কী তৈরি করা হয়েছে?

উত্তর:  ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক


৩২। কোন নেটওয়ার্কে ওয়ার্ক স্টেশন সার্ভারের ক্লায়েন্ট?

উত্তর:  ক্লায়েন্ট সার্ভার


৩৩। সার্ভারের ক্লায়েন্ট কাকে বলা হয়?

উত্তর:  ওয়ার্ক স্টেশনকে 


৩৪। ক্লায়েন্ট সার্ভার কি?

উত্তর:  এক ধরনের অপারেটিং সিস্টেম


৩৫। রিয়েল টাইম এর অর্থ কি?

উত্তর:  তাৎক্ষণিক


৩৬। কোনটি সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়?

উত্তর:  প্যাকেজ প্রোগ্রাম


৩৭। ব্যবহারিক কর্মসূচি প্রধানত কত প্রকার?

উত্তর:  দুই প্রকার


৩৮। কম্পিউটারে ব্যবহারিক কর্মসূচির প্রচলন হয় কখন?

উত্তর:  ষাটের দশকে 


৩৯। বৈজ্ঞানিক সমস্যা সমাধান ও বিশ্লেষণের জন্য নিচের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়?

উত্তর:  ফোরট্রান


৪০। ALGOL কি?

উত্তর:  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ


৪১। প্রশ্নোত্তর কাজের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়?

উত্তর:  BASIC - বেসিক


৪২। কোন কাজকে সংক্ষিপ্তভাবে একটি কমান্ডের মাধ্যমে বারবার করার জন্য ব্যবহৃত হয় কি?

উত্তর:  ম্যাক্রো কমান্ড


৪৩। অপেক্ষাকৃত পুরনো সফটওয়্যার কোনটি?

উত্তর:  ওয়ার্ডস্টার


৪৪। এম এস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার?

উত্তর:  প্যাকেজ প্রোগ্রাম


৪৫। পার্সোনাল কম্পিউটারের প্রথম জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের নাম কি?

অথবা, পিসির প্রথম জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কি ছিলো?

উত্তর:  ওয়ার্ডস্টার


৪৬। স্প্রেডশীট কি?

উত্তর:  হিসাব-নিকাশের প্রোগ্রাম


৪৭। কোন একটি সংখ্যার পরিবর্তনে সম্পর্কযুক্ত হিসাব আপনা আপনিই পরিবর্তন হয় কোন প্রোগ্রামে?

উত্তর:  স্প্রেডশীট প্রোগ্রামে


৪৮। পৃথিবীর ১ম স্প্রেডশীট প্রোগ্রাম কোনটি?

উত্তর:  ভিসিক্যাল্ক


৪৯। লোটাস-১-২-৩ কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়?

উত্তর:  ডস


৫০। ম্যাকিনটোস কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কি?

উত্তর:  এ্যাপল কোম্পানি


৫১। মাইক্রোসফট কর্পোরেশন এক্সেল প্রোগ্রামটি প্রথম তৈরি করে কোন কম্পিউটারের জন্য?

উত্তর:  মেকিনটোশ


৫২। মেকিনটোশ এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত স্প্রেডশীট প্রোগ্রাম কি?

উত্তর:  এক্সেল


৫৩। ডাটাবেজ কি?

উত্তর:  তথ্য ব্যবস্থাপনা প্রোগ্রাম


৫৪। তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় কি?

উত্তর:  ডাটাবেজ প্রোগ্রাম


৫৫। আদমশুমারি, ভোটার তালিকা, ভূমি জরিপ ইত্যাদি কাজে বিপুল পরিমাণ তথ্য ব্যবস্থাপনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?

উত্তর:  ডাটাবেজ প্রোগ্রাম


৫৬। ফক্স প্রো কি?

উত্তর:  ডাটাবেজ প্রোগ্রাম


৫৭। ফাইল মেকার প্রো কোন ধরনের প্রোগ্রাম?

উত্তর:  ডাটাবেজ


৫৮। ফোর্থ ডাইমেনশন (4D) কি?

উত্তর:  ডাটাবেজ প্রোগ্রাম


৫৯। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম কোনটি?

উত্তর:  ফাইলমেকার


৬০। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কাজ করার জন্য তার মতো করে কোন সফটওয়্যার তৈরি হয়?

উত্তর:  কাস্টমাইজ সফটওয়্যার


৬১। কার্ড রিডারের সবচেয়ে বড় অসুবিধা কি?

উত্তর:  গতি কম


৬২। এক হাজার কার্ড পাঠ করতে পা রিডারের সময় লাগে কত মিনিট?

উত্তর:  ১ মিনিট


৬৩। এটলাস অপারেটিং সিস্টেমের ডিজাইন করা হয় কোথায়?

উত্তর:  ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে


৬৪। এ্যাটলাস অপারেটিং সিস্টেমের প্রধান অংশ কি?

উত্তর:  ডিভাইস ড্রাইভার


৬৫। ম্যাক ওএস কি?

উত্তর:  অপারেটিং সিস্টেম


৬৬। ১ম কোন অপারেটিং সিস্টেম ননটেক্সট এ ইমেজ প্রদর্শন শুরু করে?

উত্তর:  ম্যাক ওএস


৬৭। মাইক্রোসফট ওয়ার্ড কি?

উত্তর:  ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম


৬৮। ম্যাক ওএস কোন কম্পিউটারে চলে

উত্তর:  ম্যাকিনটোশ


৬৯। উইন্ডোজ কি?

উত্তর:  অপারেটিং সিস্টেম


৭০। উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর:  ১৯৮৫ সালে


৭১। মাল্টি টাস্কিং এবং মাল্টি ইউজার এপ্লিকেশন এর জন্য উপযোগী অপারেটিং সিস্টেম কোনটি?

উত্তর:  ইউনিক্স


৭২। ডস এবং ইউনিক্স কি?

উত্তর:  বর্ণ ভিত্তিক অপারেটিং সিস্টেম


৭৩। লিনাক্স অপারেটিং সিস্টেম কোন দেশের যুবক উন্নয়ন করেন?

উত্তর:  ফিনল্যান্ড


৭৪। ইনটেল ও পাওয়ার পিসি প্রসেসরের জন্য প্রস্তুত করা একটি আধুনিক অপারেটিং সিস্টেম কি?

উত্তর:  বিই-ওএস


৭৫। কোন সালে বি-ওএস প্রতিষ্ঠিত হয়?

উত্তর:  ১৯৯২ সালে

 

৭৬। ক্লোন কি?

উত্তর:   আইবিএম পিসির নকল

 

৭৭। CP/M কি?

উত্তর:  অপারেটিং সিস্টেম

 

৭৮। এমএস ডস কি?

উত্তর:  আইবিএম পিসির অপারেটিং সিস্টেম

 

৭৯।  ডস তৈরি করেন কে?

উত্তর:  বিল গেটস


৮০। এমএস ডস কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে?

অথবা, মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম পিসির জন্য কত সালে ডস বাজারজাত করে?

উত্তর:  ১৯৮১ সাল থেকে


৮১। পাওয়ার ওপেন কি?

উত্তর:  অপারেটিং সিস্টেম


৮২। মাইক্রো কম্পিউটারে বহুল ব্যবহৃত বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?

উত্তর:  ডস


৮৩। অনেকগুলো এক ধরনের কাজের ফাইল রাখার আধারকে কী বলা হয়?

উত্তর:  ডাইরেক্টরি

 

৮৪। ফটোশপ কি?

উত্তর:  ছবি সম্পাদনার প্রোগ্রাম

 

৮৫। CAD এর পূর্ণরূপ কি?

উত্তর:  Computer Aided Design

 

৮৬।  ক্যাড তৈরি হয়েছিল কোন কম্পিউটারের জন্য?

উত্তর:  মেইনফ্রেম কম্পিউটারের জন্য


৮৭। রেখা, লাইনের সাহায্যে নক্সা বা ডিজাইনের কাজ করার জন্য কোন ব্যবহার করা হয়?

উত্তর:  ক্যাড 


৮৮। পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ক্যাড সফটওয়্যার কোনটি?

উত্তর:  অটোক্যাড


৮৯। মাইসের বিকল্প যন্ত্র কোনটি?

উত্তর:  টাচস্ক্রীন


৯০। আমাদের দেশে কত সালে কপিরাইট আইন প্রণয়ন করা হয়?

উত্তর:  ১৯৬২ সালে


৯১। বাংলাদেশে কপিরাইট আইন সংশোধিত হয় কত সালে?

উত্তর:  ২০০৫ সালে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *