Home » » সিডি রম কি

সিডি রম কি

সিডি রম কি

সিডি রম এর পূর্ণ অর্থ হলো কমপ্যাক্ট ডিস্ক - রিড অনলি মেমোরি (Compact Disk - Read Only Memory) । 


এ ধরনের ডিস্ক ব্যবহারের জন্য কম্পিউটারে আলাদা সিডি ড্রাইভ লাগাতে হয়। লেজার রশ্মির সাহায্যে এ ডিস্কে প্রায় পৌনে পাঁচ ইঞ্চি ব্যাসের একটি পাতলা গোলাকার চাকতি বিশেষ; যার এক পৃষ্ঠে ধাতব বা এরূপ বিশেষ পদার্থের প্রলেপ দেয়া থাকে। 

একটি সিডি-র ধারণ ক্ষমতা ৫০০ মেগাবাইট থেকে ৭৫০ মেগাবাইট আর ডিভিডির ধারণ ক্ষমতা ৪ জিবি পর্যন্ত। তবে বর্তমানে আরও অধিক ধারণক্ষমতা সম্পন্ন সিডি পাওয়া যায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *