হেডার ফাইল কি
একটি সি প্রোগ্রাম রচনা করার সময় শুরুতে এতে যেসব ফাংশন ব্যবহার করা হবে সেসব ফাংশনের হেডার ফাইল অন্তর্ভূক্ত করে নিতে হয়। যেমন: প্রোগ্রামে print() এবং scanf() এ দুটি ফাংশন ব্যবহার করার জন্য প্রোগ্রামের শুরুতে লেখা হয়েছে #Include<stdio.h>। কারণ stdio.h (standard input/output) হেডার ফাইলে print() এবং scanf() এ ফাংশনগুলো রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions