Home » » ডস কী কি?

ডস কী কি?

 ডস কী (DOS Key) :

ডস অপারেটিং সিস্টেমের একটি চমৎকার ছোট্ট প্রোগ্রাম হলো ডস কী। 

এ প্রোগ্রাম ডস-এর বিভিন্ন কমান্ডকে (যেমন: DIR, CLS, COPY, FORMAT ইত্যাদি) রেকর্ড করে রাখে। ফলে বারবার এসব কমান্ডকে টাইপ করার প্রয়োজন পড়ে না। অ্যারো কী চাপলেই পূর্বে প্রদত্ত কমান্ডগুলো পর্যায়ক্রমে হাজির হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*