ডকুমেন্টেশন কি
(Documentation)
ডকুমেন্টেশন বলতে বুঝায় সমস্যার বিবরণ, অ্যালগরিদম, ফ্লোচার্ট, গ্রাফ, কোডিং, পরীক্ষার ফলাফল, ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদির লিখিত বিবরণ বা ডকুমেন্ট প্রস্তুত করা। অর্থাৎ ডকুমেন্টেশন হলো ডকুমেন্ট অথবা তথ্যের সমষ্টি, যা একটি কম্পিউটার প্রোগ্রাম, তথ্যব্যবস্থা বা উপাত্ত প্রক্রিয়াকরণের প্রয়োজনীয় অপারেশন ব্যাখ্যা করে।
প্রোগ্রামিং এর প্রত্যেক ধাপেই তার ডকুমেন্টেশন করে রাখতে হয়, সবশেষে ডকুমেন্টেশন করা উচিত নয়। ডকুমেন্টেশন প্রোগ্রামারকে প্রোগ্রাম তৈরির সব ধাপেই সাহায্য করে এবং এর ফলে প্রোগ্রামটি স্থায়ীভাবে রক্ষিত হয়। ঠিকভাবে ডকুমেন্টেশন করা না থাকলে পরে প্রোগ্রামকে কোন ভাবে পরিবর্তন করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে, বিশেষভাবে অন্যের রচিত প্রোগ্রামকে। এজন্য ডকুমেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণত প্রোগ্রামিং এর বিভিন্ন ধাপ রচনায় সময় লাগে, প্রথম ও দ্বিতীয় ধাপে মোট সময়ের 45% কোডিং 10%, ইনপুট, ডিবাগিং ও ডকুমেন্টেশন 45%।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions