ডোঙ্গল (Dongle) :
ডোঙ্গল একটি কপি প্রটেকশন ডিভাইস। কোন মূল্যবান সফটওয়্যার কপি প্রটেকশন করার জন্য এ ধরনের ডোঙ্গল ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে।
এটি দেখতে একটি মেমোরি স্টিকের মতো, যা কম্পিউটারের ইউএসবি বা প্যারালাল পোর্টে সংযুক্ত করা যায়। এর অভ্যন্তরে একটি এনক্রিপশন কী থাকে, যা কপি প্রোটেক্টেড সফওয়্যারটি রান করতে দেয়।
উল্লেখ্য, যে সফটওয়্যাররের কপি প্রোটেকশনের জন্য যে ডোঙ্গল ব্যবহৃত হয় সেই সফটওয়্যারটি ডোঙ্গল ব্যতিত রান করবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions