ফ্ল্যাশ ড্রাইভ (Flash Drive)
ফ্ল্যাশ ড্রাইভ হলো একটি পোর্টেবল স্টোরেজ ডিভাইস। এই ড্রাইভগুলো দেখতে ছোট সমতল কলমের মতো, যা ৩ থেকে ৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং খুব সহজেই পকেটে বহন করা যায়।
ফ্ল্যাশ ড্রাইভগুলোর সংরক্ষণ ক্ষমতা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন:
৪ গিগাবাইট
৮ গিগাবাইট
১৬ গিগাবাইট
৩২ গিগাবাইট
৬৪ গিগাবাইট
১২৮ গিগাবাইট ইত্যাদি।
প্রয়োজনীয় ডেটাগুলো ফ্ল্যাশ ড্রাইভগুলোতে সহজেই বয়ে বেড়ানো যায়। ইউএসবি সকেটের সাহায্যে এগুলোকে কম্পিউটারের সাথে সংযুক্ত করে তথ্য আদান-প্রদান করা যায়। এগুলো পেন ড্রাইভ বা মেমোরি স্টিক নামেও পরিচিত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions