ভিওআইপি কি
ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অডিও বা ভয়েস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে ভিওআইপি অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল।
অর্থাৎ VoIP-এর পূর্ণ নাম Voice over Internet Protocol। তবে ইহা Voice over IP নামে বেশী পরিচিত। ভিওআইপি (VoIP) বলতে বুঝায় কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন কল তৈরি করা। এখানে প্রেরকের ভয়েসের শব্দগুলো ডিজিটাল ডেটায় পরিবর্তন হয়ে ইন্টারনেট প্রোটোকল অনুসরণ করে ইন্টারনেটে Travel করে।
VoIP এর যন্ত্রপাতি (Devices of VoIP)
VoIP Call করার জন্য VoIP Phone বাদেও VoIP এর অন্যান্য Device-এ Access পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যেমন- Smartphone, Personal Computers Tab এবং অন্যান্য Internet Accessed Devices. VoIP এ Calls and SMS Text Messages গুলোর Size 3G/4G পর্যন্ত হতে পারে।
VoIP এর টেকনোলজি (VoIP-Technologies)
VoIP Phone এর সংযোগ সাধারণত বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে সরাসরি IP Network এর সাথে সংযুক্ত থাকে। এখানে টেকনোলজি বলতে বুঝায় Wi-Fi, Wired, Ethernet etc.। এদেরকে এমনভাবে Design করা হয়ে থাকে যা Traditional Digital Business Telephone Style অনুসরণ করে। এই প্রকার ভয়েস কলকে ওয়েব পেইজ, ডাউন লোড্ করা ডকুমেন্ট বা ছবি, ই-মেইল অথবা অন্যান্য ইন্টারনেট
ডেটার সাথে তুলনা করা হয়।
VoIP সম্পর্কে ধারণা (Conception about VoIP)
ভিওআইপি একটা মেথোডোলজি (Methodology) এবং ইহা অনেকগুলো টেকনোলজির একটা গ্রম্নপ (Group of Technologies) যার সাহায্যে ভয়েস কমিউনিকেশন এবং মাল্টিমিডিয়া সেশনগুলি ইন্টারনেট প্রোটোকলেরউপরে ডেলিভারি দেয়া হয়। এখানে পাবলিক ইন্টারনেটের উপরে ইন্টারনেট টেলিফোনি, ব্রডব্যান্ড টেলিফোনি এবং ব্রডব্যান্ড ফোন সার্ভিস কমিউনিকেশন সার্ভিসের সুযোগ করে দেয়। কমিউনিকেশন সার্ভিসের উদাহরণস্বরূপ বলা যায় Voice, Fax, SMS, Voice- Messenger ইত্যাদি।
VoIP কল করার কৌশল বা ধাপ (Techniques or Steps for a VoIP-Call)
১। VoIP টেলিফোন কল তৈরির ধাপগুলোর কৌশল এবং মূলনীতি Traditional Digital Telephony এর মত যেখানে সিগন্যালিং (Signaling), চ্যানেল সেট-আপ (Channel Setup), এনালগ ভয়েস সিগন্যালের Digitization এবং Encoding সম্পাদিত (Involved) হয়ে থাকে।
২। এই প্রকার IP Call Digital Information প্যাকেটাইজড অবস্থায় IP প্যাকেটস হিসাবে Packet Switched Network এর উপরে Transmission বা স্থানান্তরিত হয়।
৩। Packet Switched Network এর উপর এই IP Packet এর অধীনে Audio Streams ট্রান্সপোর্ট হয় একটা স্পেশাল Media Delivery Protocols ব্যবহার করে যা Audio এবং Video Codes এর দ্বারা Audio ও Video Encode করে থাকে।
৪। Broadband Internet Access ব্যবহার করে VoIP কল করা হয়। Public Switched Telephone Network (PSTN) এর মত একইভাবে ব্যবহারকারীগণ টেলিফোন কল তৈরি এবং গ্রহণ করে।
অনেক VoIP কোম্পানিগুলো Unlimited Domestic Calling মাসিক স্বল্প খরচে প্রদান করে। VoIP এর মাধ্যমে National ও International call করার সুযোগ থাকে। আবার একই কোম্পানি বা Provider এর অধীনে ব্যবহারকারীদের Free Call করার সুযোগ থাকে যখন অন্য সুযোগ যেমন Flat-Fee Service এর ব্যবস্থা থাকে না। এখানে উলে স্নখ্য যে, VoIP Service Provider এর সাথে VoIP Phone এর সংযোগ স্থাপন অত্যাবশ্যকীয়।
VoIP জেনারেশন (Generations of VoIP)
১। প্রথম Generation VoIP Call Business Model এবং Technical Solution প্রস্তাব করেছিল সাধারণ টেলিফোন নেটওয়ার্কের Legacy-র সাহায্যে।
২। VoIP এর Second Generation Providers এর উদাহরণস্বরপ Skype, যা প্রাইভেট User দের জন্য Closed Network তৈরি করেছে। ইহা Free Call এর সুযোগ করে দিয়েছে। তবে অন্যান্য Communication Network গুলি যেমন- PSTN (Public Switched Telephone Network) এর Access এর ক্ষেত্রে Potential Charging এর জন্য অসুবিধা হচ্ছে এটি Third Party-এর Hardware ও Software এর সাথে mix-and-match করতে User-দের ব্যবহার সীমাবদ্ধ করে দিয়েছে।
৩। VoIP এর তৃতীয় জেনারেশন Provider গুলো যেমন- Google Talk, যা VoIP এর ধারণাগুলিকে একত্রিত করেছে। এটি Network জন্মসূত্রের গঠন পরিকল্পনা থেকে চালিত (Departure) হয়েছে। VoIP এর তৃতীয় জেনারেশনের সমাধানগুলো (পূর্ববর্তী জেনারেশনের সীমাবদ্ধতার সমাধান) ইন্টারনেটের যে কোন দুইটা Domain এর মধ্যে যখন একজন User ইচ্ছা করবে একটি Call করার জন্য গতিশীল সংযোগের সুযোগ সৃষ্টি করেছে।
মাস-মার্কেট ভিওআইপি সার্ভিস এর ব্যবহারিক প্রয়োগ (Mass Market VoIP Service Implementation)
কনজিউমার মার্কেটে (Consumer Market) এ VoIP ব্যবহারের প্রধান উন্নয়ন (Major Development) আরম্ভ হয়েছিল 2004 সালে Mass-Market VoIP Service এর পরিচিতির মধ্য দিয়ে। যেখানে Existing Broadband Internet Access ব্যবহার করে VoIP Service Delivery করা হয়েছিল। ব্যবহারকারীগণ টেলিফোন Call গ্রহণ (Receive) এবং প্রদান (Send Place) করত ঠিক যেভাবে তারা Public Switched Telephone Network (PSTN) ব্যবহার করত।
VoIP প্রোটাকলস্ (Protocols for VoIP)
ব্যবহারিক প্রয়োগের সুবিধার্থে স্বত্তাধিকারী প্রোটোকল ও ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল এই উভয় প্রোটোকলের উপর ভিত্তি করে Voice over IP বিভিন্ন ভাবে প্রয়োগ (Implemented) করা হয়েছে। VoIP-এর অন্তর্ভুক্তিগুলো নিচে উল্লেখ করা হল:
১. সেশন ইনিশিয়েশন প্রোটকল- Session Initiation Protocol (SIP):
২. এইচ/৩২৩- H/323
৩. মিডিয়া গেইটওয়ে প্রোটকল- Media Gateway Protocol (MGCP)
৪. গেইটওয়ে কনেট্রাল প্রোটকল- Gateway Control Protocol (GCP)
৫. রিয়াল টাইম ট্রান্সপোর্ট কনেট্রাল প্রোটকল- Real-time Transport Control Protocol (RTCP)
৬. সিকিউর রিয়াল টাইম ট্রান্সপোর্ট প্রোটকল- Secure Real-time Transport Protocol (SRTP)
৭. সেশন বর্ণনাকৃত প্রোটকল- Session Description Protocol (SDP)
৮. ইন্টার-অ্যাসটারিক এক্সচেঞ্জ প্রোটকল- Inter-Asterik Exchange Protocol (IAEP)
৯. জিঙ্গেল এক্সএমপিপি ভিওআইপি এক্সটেনশন- Jingle XMPP VoIP Extensions
১০. স্কাইপ প্রোটকল- Skype Protocol এসব প্রোটোকলগুলো Webpage এ অথবা Mobile Application (Web-based VoIP) যেমন- Google Talk এ Integrated করা হয়েছে।
প্রশ্ন ও উত্তর:
১। VOIP কি?
উত্তর: Voice Over Internet Protocol
২। বর্তমানে যে প্রোটোকল মাধ্যম ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায়, তার নাম কি?
উত্তর: ভিওআইপ / ভয়েস ওভার আইপি
৩। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়?
উত্তর: টেলিমেডিসিন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions