কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি?
কম্পিউটার হার্ডওয়্যার:
১। যে সকল যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি করা হয় সেগুলোকে কম্পিউটার হার্ডওয়্যার বলে।
২। এটা কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট।
৩। হার্ডওয়্যার তৈরির সময় সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হয়।
৪। হার্ডওয়্যার নস্ট হতে পারে।
৫। উদারহরণ: কীবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, মাদারবোর্ড, র্যাম, হার্ডডিস্ক, পাওয়ার সাপ্লাই ইত্যাদি।
কম্পিউটার সফটওয়্যার:
১। কম্পিউটারের প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে।
২। এটা কম্পিউটারের লজিক্যাল কম্পোনেন্ট।
৩। সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্পর্কে ধারণা না থাকলেও চলে।
৪। সফটওয়্যার মুছা যায় বা ডিলিট করা যায়।
৫। উদারহরণ: উইন্ডোজ, এমএস ওয়ার্ড, এক্সেল, ফটোশপ ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions