Home » » আউটপুট হার্ডওয়্যার কি?

আউটপুট হার্ডওয়্যার কি?

 আউটপুট হার্ডওয়্যার (Output Hardware)

আউটপুট হার্ডওয়্যার কম্পিউটারের আউটপুট মাধ্যমগুলো লেখার কাজ করে। সেগুলো প্রদর্শন উপযোগী। কম্পিউটার আউটপুট দু’ধরনের হয় তার নাম হার্ড কপি ও সফট কপি। সফট কপি দেখা যায় কিন্তু ধরা যায় না, যেগুলো থাকে মনিটরে অর্থাৎ হার্ড ডিস্কে বা স্টোরেজ ডিভাইসে। 


বিভিন্ন আউটপুট হার্ডওয়্যারগুলো হলো:

১। মনিটর

২। প্রিন্টার

৩। স্পিকার

৪। মাল্টিমিডিয়া প্রজেক্টর

৫। প্রজেকশন প্যানেল

৬। প্লটার ইত্যদি।


0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*