ডিজিটাল কম্পিউটার বলতে কি বুঝায়
যে কম্পিউটার প্রতীকী সংখ্যার মাধ্যমে প্রাপ্ত নির্দেশনার নিয়ে এবং বাইনারি কোড অর্থাৎ ভোল্টেজের উপস্থিতি শনাক্ত করে তার মাধ্যমে কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।
অফিস-আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রয়োজন ইত্যাদি সব ধরনের কাজে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়।
ic চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হলো: আইবিএম সিস্টেম ৩৬০ (IBM System 360)
কাজের ক্ষমতার উপর ভিত্তিকে ডিজিটাল কম্পিউটারকে ৪ ভাগে ভাগ করা হয়: যথা: ক) মাইক্রো কম্পিউটার, খ) মিনি কম্পিউটার, গ) মেইনফ্রেম কম্পিউটার ও ঘ) সুপার কম্পিউটার।
ট্যাগ:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions