ইন্টারনেট কি
International Network এর সংক্ষিপ্ত রূপ হলো Internet। আন্তজাল বা ইন্টারনেট আইপি এর মাধ্যমে ডাটা বা তথ্য আদান-প্রদান করে। টেলিযোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটারকে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাই ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন, ইন্টারনেট সংযোগ, সফটওয়্যার। এটি হচ্ছে পৃথিবী বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্ক।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আরপনেট (ARPANET) -Advanced Research Projects Agency Network) গবেষণা প্রকল্পের আওতায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে চারটি মেইনফ্রেম কম্পিউটারের মধ্যে ১৯৬৯ সালের ৭ এপ্রিল যে সংযোগসাধন করা হয়েছিল সেটিই ইন্টারনেট চালুর বছর হিসেবে অভিহিত। ARPAnet এর জনক বলা হয় লিকলাইডারকে আর ইন্টারনেট এর জনক বলা হয় ভিন্টন গ্রে সার্ফকে। মূলত ইন্টারনেটের ব্যাপক ব্যবহার ১৯৯০ সাল থেকে। ১৯৯০ সালেই ইন্টারনেট শব্দটি ব্যবহৃত হয় এবং তা ব্যাপকভাবে পরিচিতি হতে থাকে। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ হলো চীন। দ্বিতীয় হলো ভারত। এবং তৃতীয় হলো যুক্তরাষ্ট্র। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট চালু হয় ১৯৯৩ সালে। আর বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে। সারাবিশ্বে আইএসপি হলো ইন্টারনেট সেবাদানকারী সংস্থা।
ইন্টারনেটের সুবিধাসমূহ:
- ইন্টারনেটে মাধ্যমে পৃথিবীব্যাপী ছড়ানো-ছিটানো অসংখ্য অনলাইন ডেটাবেস হতে নানারকম তথ্য আহরণ সম্ভব।
- দ্রুতগতিতে ইমেইলের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথ্য গ্রহণ ও প্রেরণ করা যায়।
- গবেষকের প্রয়োজনীয় তথ্য ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে সংগ্রহ করা যায়।
- বিনা খরচে অজস্র সফটওয়্যার ডাউনলোড করা যায়।
- নানা ধরনের পণ্য বা দ্রব্য ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে কেনাকাটা করা যায়।
কম্পিউটার নেটওয়ার্ক
লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান:
স্বল্প পরিসরের জায়গার অর্থাৎ১০ কিমি বা তার কম এরিয়ার মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান (LAN) বলে। এটি সাধারণত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, বড় অফিসে ব্যবহৃত হয়। এছাড়া ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং বা বৈদ্যুতিক মেইলিং এর জন্য ল্যান ব্যবহৃত হয়।
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান (Metropolitan Area Network - MAN):
একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার এবং ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা সংক্ষেপে ম্যান (MAN) বলে। এটি শহরভিত্তিক হয়ে থাকে। MAN এর উৎকৃষ্ট উদাহরণ হলো ক্যাবল টিভি নেটওয়ার্ক।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান (Wide Area Network -WAN):
যে কম্পিউটার নেটওয়ার্ক অনেক বড় ভৌগলিক অবস্থান জুড়ে থাকে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা সংক্ষেপে ওয়্যান (WAN) বলে। এ ধরনের নেটওয়ার্ক দেশব্যাপী বা বিশ্বব্যাপী হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় WAN এর উদাহরণ হলো ইন্টারনেট।
ওয়াই-ফাই (Wi-Fi)
ওয়াই-ফাই এর পূর্ণরূপ হলো Wireless Fidelity, এটি হচ্ছে একটি জনপ্রি তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা ই-কম্পিউটার নেটওয়ার্কের ডেটা আদান প্রদান করতে পারে। এর স্ট্যান্ডার্ড হলো IEEE-802.11
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions