স্টোরেজ হার্ডওয়্যার (Storage Hardware)
কম্পিউটার যখন কাজ করে তখন বিভিন্নভাবে তথ্য জমা করে রাখতে হয়। বার বার ব্যবহারের জন্য ডাটা ও সফটওয়্যারকে স্থায়ীভাবে সংরক্ষণও করতে হয়। তাই প্রয়োজন হয় জমিয়ে রাখার মতো জিনিসের। এ কাজটি করে স্টোরেজ হার্ডওয়্যার।
কম্পিউটারে ডাটা দুইভাবে সংরক্ষিত হতে পারে। তার একটি হচ্ছে প্রাইমারি, অন্যটি সেকেন্ডারি। একে অভ্যন্তরীণ এবং বাহ্যিক মেমোরি স্টোরেজও বলা হয়। এর প্রাথমিক ধারক হচ্ছে র্যাম। দীর্ঘস্থায়ীভাবে তথ্য ধারণের জন্য সেকেন্ডারি স্টোরেজ মাধ্যম ব্যবহার করতে হয়। সেকেন্ডারি ধারক হিসেবে নানা ধরনের মিডিয়া বা মাধ্যম ব্যবহৃত হয়। তারমধ্যে রয়েছে হার্ড ডিস্ক, জিপ ডিস্ক, সিডি/ডিভিডি রম, ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions