Home » » ব্লু-রে ডিভিডি কি?

ব্লু-রে ডিভিডি কি?

ব্লু-রে ডিভিডি কি?

ব্লু-রে ডিভিডি দেখতে সাধারণ ডিভিডি এর মতো কিন্তু এর ধারণক্ষমতা অনেক। ১০০ গিগাবাইটের ব্লু-রে ডিভিডিতে অডিও, ভিডিও বা অধিক ডেটা সংরক্ষণ করা যায়। এটিও সাধারণ সিডি বা ডিভিডির মতো ১২ মি.মি. প্লাস্টিক ডিস্কের সাহায্যে তৈরি করা হয়। এর প্রতি লেয়ারের ধারণক্ষমতা ২৫ গিগাবাইট। ডিভিডিতে ৬৫০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘের লাল রঙের লেজার রশ্মি ব্যবহার করা হয়। ব্লুরে ডিভিডিতে ৪০৫ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘের ব্লু রঙের লেজার রশ্মি ব্যবহার করা হয়। এজন্য ডিস্কের নাম ব্লু-রে রাখা হয়েছে। ব্লু-রে ডিভিডির দাম তুলনামূলকভাবে বেশি। কিন্তু অচিরেই এর দাম কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*