Home » » সিডি ও ডিভিডি কি

সিডি ও ডিভিডি কি

সিডি ও ডিভিডি কি


সিডি

সিডি (CD) এর পূর্ণনাম হলো কমপ্যাক্ট ডিস্ক (Compact Disk)। সিডি একটি অপটিক্যাল মাধ্যম। অপটিক্যাল মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং পঠন কাজ করা জন্য এতে লেজার রশ্মি ব্যবহার করা হয়।


সিডি / কমপ্যাক্ট ডিস্কের গঠন :

বেশিরভাগ ক্ষেত্রে সিডি অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের তৈরি হয়ে থাকে। সিডি চাকতিটির ব্যাস ৪.৭২ ইঞ্চি এবং পুরত্ব ১.২ মিলিমিটার। এর কেন্দ্রে ১৫ মিলিমিটার ছিদ্র থাকে।


সিডির মধ্যবর্তী ছিদ্রের চারপাশে ৬ মিলিমিটার বেষ্টনীকে ক্লাম্পিং এরিয়া বলা হয়। এতে কোন তথ্য থাকে না। 

 

এরপর ৪ মিলিমিটার বেস্টনীকে VTOC (Volume Table of Contents) বলা হয়। এরপরের ১ মিলিমিটার এলাকাকে Lead In / লিড ইন বলা হয়। এর পর থেকে তথ্য ধারণ এলাকা শুরু হয়। এবং ৩৩ মিলিমিটার এলাকা তথ্য ধারণ করে। এর পরের শেষ ১ মিলিমিটার এলাকাকে Lead Out বলা হয়। এটি সিডির শেষ সীমানা নির্দেশ করে।


তথ্য সংরক্ষণ বা লেখার জন্য লেজার রশ্মি ঐ মাধ্যমের সারফেস বা আস্তরণের নির্দিষ্ট প্যাটার্ন পুড়িয়ে দেয়। আবার ঐ সংরক্ষিত তথ্যকে পড়ার জন্য সিডি ড্রাইভ অন্য ধরনের লেজার রশ্মি ব্যবহার করে। এই রশ্মি সিডির আস্তরণকে স্ক্যান করে তথ্যকে চিহ্নিত করতে পারে।


প্রথম প্রথম যেসব সিডি রম বেরিয়েছিল তা থেকে শুধু তথ্য পড়া যেত, কিন্তু তাতে কোন তথ্য লেখা যেত না। বর্তমান নতুন ধরনের সিডি-রমে তথ্য বার বার লেখা ও পড়া যায়; এগুলো বলা হয় সিডি আর।


সিডি রমের ব্যবহার:

১। সিডিতে অনেক তথ্য রাখা যায় বলে এটি ডেটা স্টোরেজ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

২। বর্তমানে বিভিন্ন চলচ্চিত্র সিডিতে পাওয়া যায়।

৩। বিভিন্ন অডিও ভিডিও অ্যালবামগুলো সিডিতে বাজারজাত করা হয়।

৪। বিভিন্ন ধরনের সফটওয়্যার বাণিজ্যিকভাবে সিডিতে বাজারজাত করা হয়।

৫। কম্পিউটার গেমস সাধারণত সিডিতে বাজারজাত করা হয়।

৬। শিক্ষামূলক বিভিন্ন মাল্টিমিডিয়া টিউটোরিয়ালসমূহ সিডিতে প্রকাশ করা হয়।

৭। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কিংবা বাংলাপিডিয়া এর মতো সমৃদ্ধ প্রকাশনাগুলো সিডিতে পাওয়া যায়।

৮। আজকাল বিভিন্ন ম্যাগাজিন ও বইপত্রের সহায়ক উপকরণগুলো সিডিতে প্রকাশ করা হয়।

৯। ডিজিটাল ব্রশিওর, প্রেজেন্টেশন ইত্যাদি সাধারণত সিডিতে করে প্রকাশ ও সরবরাহ করা হয়।


সিডি রম ড্রাইভ:

কম্পিউটারে সিডিসমূহ চালানোর জন্য ব্যবহৃত একটি ড্রাইভ হলো সিডি রম ড্রাইভ। এই ড্রাইভটিতে সিডি প্রবেশ করালে ড্রাইভটি সিডির উপর লেজার রশ্মি ফেলে তাতে সংরক্ষিত ডেটাগুলো পড়তে পারে।

 

ডিভিড

ডিভিডি এর পুরো অর্থ হলো ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc)। 

ডিভিডিকে কখনো কখনো ডিজিটাল ভিডিও ডিস্কও বলা হয়। ডিভিডি-তে তথ্য ধারণ ক্ষমতা সিডি-এর চেয়ে প্রায় পঁচিশগুণ বেশি। ডিভিডি এর ধারণক্ষমতা সাধারণত ৪.৭ গিগাবাইট হয়ে থাকে।


কম্পিউটারে ডিভিডি-সমূহ চালানোর জন্য ব্যবহৃত একটি ড্রাইভ হলো ডিভিডি ড্রাইভ। এই ড্রাইভটিতে ডিভিডি প্রবেশ করালে ড্রাইভটি সিডির উপর লেজার রশ্মি ফেলে তাতে সংরক্ষিত ডেটাগুলো পড়তে পারে। সিডি-রম ড্রাইভ এবং ডিভিডি রম ড্রাইভ দেখতে প্রায় একই রকম। তবে পার্থক্য হলো ডিভিডি ড্রাইভে সিডি এবং ডিভিডি দুটোই পড়া যায়। কিন্তু সিডি ড্রাইভে ডিভিডি পড়া যায় না।

 

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*