সিডি ও ডিভিডি এর পার্থক্য
সিডি:
১। সিডি (CD) পূর্ণরূপ হচ্ছে কমপ্যাক্ট ডিস্ক (Compact Disk)
২। এতে এক স্তরে ডেটা সংরক্ষণ করা হয়।
৩। ডেটা রাইট করার জন্য ইনফ্রারেট রশ্মি ব্যবহার করা হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য ৬৩৫ ন্যানোমিটার।
৪। সিডি এর ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম। ৭০০ মেগাবাইট এর মতো।
৫। সিডি-রম ড্রাইভে ডিভিডি চলে না।
৬। ডিভিডি এর চেয়ে দাম কম।
ডিভিডি:
১। ডিভিডি (DVD) এর পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক (Digital Video Disk) বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disk)।
২। এতে একাধিক স্তরে ডেটা সংরক্ষণ করা হয়।
৩। ডেটা রাইট করার জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য ৭৮০ ন্যানোমিটার।
৪। ডিভিডি এর ধারণক্ষমতা তুলনামূলকভাবে বেশি। ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাইট বা তারও উপরে।
৫। ডিভিডি রম ড্রাইভে সিডি চলে।
৬। তুলনামূলকভাবে দাম বেশি।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions