Home » » Caps lock এর কাজ কি

Caps lock এর কাজ কি

caps lock এর কাজ কি

প্রতিটি কিবোর্ডের বামদিকে Caps Lock লেখা একটি বাটন থাকে, এ বাটনটিকে Caps Lock (ক্যাপস লক) কী বলা হয়। এই ক্যাপস লক কী একবার চাপলে কিবোর্ডের ডানদিকে উপরে নাম লক (Num Lock) এর পাশে একটি ছোট্ট আলো (লাইট) জ্বলে, আবার ক্যাপস লক কী পূণরায় চাপ দিলে আলো নিভে যায়। 

অর্থাৎ ক্যাপস লক কী চাপ দিয়ে অন করে টাইপ করলে ইংরেজি বড় হাতের অক্ষর (Capital Letter) টাইপ করা যাবে। পূণরায় ক্যাপস লক কী চাপ দিয়ে অফ করে দিলে আগের মতো ছোট হাতের (Small Letter) ইংরেজি অক্ষর টাইপ করা যাবে।

সহজ কথায় Caps Lock এর কাজ হলো বড় হাতের অক্ষর টাইপ করার জন্য কিবোর্ডকে প্রস্তুত করা।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *