Home » » shift key এর কাজ কি

shift key এর কাজ কি

shift key এর কাজ কি

শিফট কী তে চাপ দিয়ে ধরে রেখে A থেকে Z পর্যন্ত কী-গুলোর যে কোনো একটি কীতে চাপ দিলে বড় হাতের অক্ষর (Capital Letter) টাইপ করা যায়। এছাড়া দুইটি অক্ষরবিশিষ্ট কী গুলোর যেকোনো একটি কী শিফট চেপে ধরে টাইপ করলে ঐ বাটনের উপরের অক্ষর টাইপ করা যাবে।

কীবোর্ডের এ্যারো কী গুলো চেপে কার্সরকে উপরে নিচে ডানে বামে সরানো যায়, কিন্তু শিফট কী চেপে ধরে এ্যারো কী চাপলে উপরে নিচে ডানে বামে কোনো টেক্সট সিলেক্ট করা যায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *