Home » » ডিভিডি

ডিভিডি

 ডিভিড

ডিভিডি এর পুরো অর্থ হলো ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc)। 

ডিভিডিকে কখনো কখনো ডিজিটাল ভিডিও ডিস্কও বলা হয়। ডিভিডি-তে তথ্য ধারণ ক্ষমতা সিডি-এর চেয়ে প্রায় পঁচিশগুণ বেশি। ডিভিডি এর ধারণক্ষমতা সাধারণত ৪.৭ গিগাবাইট হয়ে থাকে।


কম্পিউটারে ডিভিডি-সমূহ চালানোর জন্য ব্যবহৃত একটি ড্রাইভ হলো ডিভিডি ড্রাইভ। এই ড্রাইভটিতে ডিভিডি প্রবেশ করালে ড্রাইভটি সিডির উপর লেজার রশ্মি ফেলে তাতে সংরক্ষিত ডেটাগুলো পড়তে পারে। সিডি-রম ড্রাইভ এবং ডিভিডি রম ড্রাইভ দেখতে প্রায় একই রকম। তবে পার্থক্য হলো ডিভিডি ড্রাইভে সিডি এবং ডিভিডি দুটোই পড়া যায়। কিন্তু সিডি ড্রাইভে ডিভিডি পড়া যায় না।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*