Home » » পেনড্রাইভ

পেনড্রাইভ

পেনড্রাইভ

অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য ফ্ল্যাশ মেমোরি ইউএসবি ইন্টারফেস ব্যবহার করে খুব দ্রুতই এর মাধ্যমে ডাটা কপি বা রিড করতে পারে। ইউএসবি পোর্ট থেকেই পাওয়ার গ্রহণ করে বলে এর আলাদা কোনো পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয় না। এতে আরো আছে রাইট/ডিলিট প্রোটেকশন সুইচ, শক রেজিস্ট্যান্স ইত্যাদি সুবিধা। ডুরেবল স্টোরেজ হিসেবেও এপি প্রায় ১০ বছর পর্যন্ত ডাটা ঘরে রাখতে পারে। হট প্লাগ এন্ড প্লে সুবিধার কারণে ইন্সটলে কোন ঝক্কি ঝামেলা নেই।


কম্পিউটারের মাদারবোর্ডের ইউএসবি পোর্টে লাগিয়ে সহজে তথ্য লেখা ও পড়ার একটি সহায়ক স্মৃতি মাধ্যম, অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য কলমের ক্যাপের মতো দেখতে এ মাধ্যমটিকে ফ্ল্যাশ ডিস্ক বা পেন ড্রাইভ বা পেন ডিস্ক বলা হয়। বর্তমানে কয়েক গিগাবাইট হতে শুরু করে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত পেন ড্রাইভ বাজারে পাওয়া যায়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*