মডুলেশন কি
টেলিযোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত একটি টার্ম হলো মডুলেশন। এই পদ্ধতিতে কোন পর্যবৃত্ত তরঙ্গকে ব্যবহার করে একটি তথ্য সংকেত প্রেরণের জন্য ঐ তথ্য সংকেতটিকে প্রয়োজনানুযায়ী বিভিন্নভাবে পরিবর্তন করা যায়। টেলিযোগাযোগে কোন তরঙ্গকে মডুলেশন করার জন্য এর সঙ্গে একটি উচ্চ কম্পাঙ্কের বাহক সংকেত যুক্ত করা হয়। সাধারণত মডেমে এ কৌশল প্রয়োগ করা হয়। আসলে মডেম শব্দটির অন্যতম উৎস হলো মডুলেশন (Modulation)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions