মডেম বলতে কি বুঝায়
ইন্টারনেট সংযোগ স্থাপন ও তথ্য রূপান্তরের কাজে ব্যবহৃত একটি ইলেকট্রনিক্স যন্ত্র।
কম্পিউটার ও টেলিফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্যের আদান-প্রদানে সহায়তা করার জন্য মডেম ব্যবহৃত হয়। মড্যুলেশন এবং ডিমড্যুলেশন এ দু’টি শব্দ থেকে মডেম শব্দটির উৎপত্তি। মড্যুলেশন প্রক্রিয়ায় ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগনালে এবং ডিমড্যুলেশন প্রক্রিয়ায় অ্যানালগ সিগনাল ডিজিটাল সিগনালে রূপান্তরিত হয়। প্রেরক প্রান্তের মডেম মড্যুলেশন এবং গ্রাহক প্রান্তের মডেম ডিমড্যুলেশন প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে মধ্যবর্তী মাধ্যমে তথ্য অ্যানালগ সংকেতরূপে প্রবাহিত হলেও উভয় প্রান্তের কম্পিউটার তা ডিজিটাল সংকেতরূপে প্রেরণ ও গ্রহণ করে। বাজারে বর্তমানে প্রচলিত জনপ্রিয় অনেক মডেম পাওয়া যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions