টপোলজি কাকে বলে
নেটওয়ার্কের সংগঠনকে টপোলজি বলে। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাথে অপর কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকেই টপোলজি (Topology) বলে।
তবে নেটওয়ার্কের কম্পিউটার গুলোকে তার দিয়ে যুক্ত করলেই হয় না। তারের ভিতর দিয়ে নির্বিঘ্নে ডেটা যাওয়া-আসার জন্য যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত একটি পথের প্রয়োজন হয়। নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা যাওয়া-আসার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা এ দু’য়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি।
কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত নিম্নলিখিত টপোলজিগুলো ব্যবহার করা হয়:
১। স্টার টপোলজি
২। রিং টপোলজি
৩। বাস টপোলজি
৪। ট্রি টপোলজি
৫। মেশ টপোলজি
৬। হাইব্রিড টপোলজি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions