বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা
১৯৪৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে। এ সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী পাঁচটি স্তর বা প্রজন্মে ভাগ করা যায়। যথা:
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫) : মেশিন ভাষা।
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০) : অ্যাসেম্বলি ভাষা।
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০) : উচ্চতর ভাষা।
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭৯) : অতি উচ্চতর ভাষা।
৫। পঞ্চম প্রজন্মের ভাষা। (১৯৮০) : স্বাভাবিক ভাষা।
মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে লো লেভেল ভাষা বলে। এ দুটি ভাষাকে লো লেভেল বলার কারণ হলো এগুলো কম্পিউটারের ভাষা (0, 1) কিংবা এর কাছাকাছি। অন্যদিকে উচ্চতর ভাষা মানুষের ভাষা যেমন: ইংরেজির কাছাকাছি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions