মেশিন ভাষা কি
ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা যা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় 0 ও 1 এই দুই বাইনারি অঙ্ক অথবা হেক্স পদ্ধতি ব্যবহার করে সব কিছু লেখা হয়। কম্পিউটার একমাত্র মেশিনভাষাই বুঝতে পারে, অন্যভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনভাষায় পরিণত করে নেয়।
প্রথম প্রজন্মের কম্পিউটারের সব প্রোগ্রাম একমাত্র মেশিন ভাষাতেই করতে হতো। কিন্তু মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি অত্যন্ত জটিল এবং পরিশ্রম ও সময় সাপেক্ষ বলে বর্তমানে সব প্রোগ্রামই উচ্চতর ভাষাতে করা হয়। তাছাড়া প্রত্যেক কোম্পানীর কম্পিউটারের মেশিন ভাষা আলাদা আলাদা বলে এক কোম্পানীর কম্পিউটারের জন্য মেশিন ভাষায় করা প্রোগ্রাম অন্য কোম্পানীর কম্পিউটারে ব্যবহার করা যায় না।
মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদের চারভাগে ভাগ করা যায়।
যেমন:
১। গাণিতেক : যোগ, বিয়োগ, গুণ, ভাগ।
২। নিয়ন্ত্রণ : লোড, স্টোর, জাম্প।
৩। ইনপুট আউটপুট : পড় ও লেখ।
৪। প্রত্যক্ষ ব্যবহার : আরম্ভ কর, থাম ও শেষ কর।
মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলে অবজেক্ট প্রোগ্রাম এবং অন্য যে কোন ভাষায় লেখা প্রোগ্রামকে বলে উৎস প্রোগ্রাম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions