ব্লেন্ডেড লার্নিং
ব্লেনডেড লার্নিং এক প্রকারের আনুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম (Formal Educational Program)। যখন কোর্সগুলোর এক অংশ ফেস-টু-ফেস অর্থাৎ Conventional Learning Mode এবং অন্য অংশ ওয়েব বেইজড (Online Learning) যা কম্পিউটার বা Digital Media-র মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে তখন এ ধরনের লার্নিং মোডকে (Mode) বেস্ননডেড লার্নিং বলা হয়। কোর্সগুলো বলতে সাধারণত Content এবং Delivery Mode-কে বুঝানো হয়েছে। তবে কোর্সগুলোর কতটুকু ফেস-টু-ফেস বা অনলাইনে হবে সেটা নির্ভর করে প্রোগ্রামটির ক্লাস, ডিসিপ্লিন এবং লার্নিং অবজেকটিভসের উপর। ব্লেনডেড লার্নিং এর প্রফেশনাল সংগঠনের নিয়ম অনুসারে ৩০%-৭০% নির্দেশনা অনলাইনে ডেলিভারি হতে পারে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। অর্থাৎ কোন একটি প্রোগ্রামের কোর্সগুলো বিভিন্ন ভাবে এবং বিভিন্ন কারণে বেস্ননডেড হতে পারে।
বিভিন্ন গবেষণা প্রবন্ধে বেস্ননডেড লার্নিংকে বিভিন্ন নামে ব্যবহার করা হয়েছে। এদের কিছু নিম্নে উলেস্নখ করা হলো, যথা:
১. ‘‘হাইব্রিড লার্নিং’’ (Hybrid Learning)
২. ‘‘মিক্সড মুড লার্নিং’’ (Mixed Mode Learning)
৩. ‘‘টেকনোলজি মেডিয়েটেড ইন্সট্রাকশন’’ (Technology Mediated Instruction) এবং
৪. ‘‘ওয়েব এনহেন্সড ইন্সট্রাকশন’’ (Web Enhanced Instruction)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions