দূর শিক্ষণ কি
দূরশিক্ষণ বা ‘Distance Education’ বলতে সাধারণভাবে বোঝায় যখন লার্নার তার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অর্থাৎ দূর থেকে শিখন সম্পন্ন করতে সক্ষম হয়। দূরশিক্ষণ এমন এক ধরনের শিক্ষা পদ্ধতি যেখানে লার্নারকে সবসময় তার শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে নাও হতে পারে বা সাধারণত থাকার প্রয়োজন হয় না। দূরশিক্ষণে প্রধানত শিখন সামগ্রীগুলো (Learning Materials) এমন সহজ, সাবলীলভাবে তৈরি করা হয়ে থাকে যা শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষার্থী নিজেই শিখতে পারে।
Distance Learning-কে বিভিন্ন নামে অনলাইনে প্রস্তাব করা হয়েছে। নিচে এর কিছু নাম উল্লেখ করা হল-
১. মুকস- MOOCS- Massive Open Online Courses
২. ই-লার্নিং- e-learning
৩. অনলাইন লার্নিং- Online Learning
৪. ডিসট্রিবিউটেড লার্নিং- Distributed Learning
এগুলো সবই দূরশিক্ষণের Synonym বা প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই প্রকার শিক্ষাদান বা শিখন পদ্ধতিতে বিভিন্নভাবে কোর্স বা প্রোগ্রাম প্রস্তাব করা হয়। যথা-
১. একটি পূর্ণ কোর্সের ৫১% অথবা তার চেয়ে অধিত হতে পারে Hybrid প্রকৃতির অথবা Blended অথবা উভয়ই হতে পারে।
২. অথবা ১০০% ইন্সট্রাকশন (Instruction) ভিত্তিক হতে পারে।
দূরশিক্ষণের সাম্প্রতিক উন্নয়ন হয়েছে World Wide Web (www) অথবা অন্যান্য Network Technology এর মাধ্যমে। অর্থাৎ Network Technology ব্যবহার করে বিভিন্ন কোর্সগুলো অন-লাইনে প্রস্তাব করা হয়। যেমন- MOOCS (Massive Open Online Courses)। আর এটি প্রস্তাব করা হয়েছে Open Access সম্বলিত Large Scale Interactive Participation আকারে।
দূরশিক্ষণে শিক্ষা লাভের জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার প্রধান দুইটি প্রযুক্তি হচ্ছে-
১. রেডিও ও টেলিভিশন এবং
২. ইন্টারনেট।
দূরশিক্ষণে শিখন সামগ্রীকে প্রধানত দুইটি ফরম্যাট/মোডে ডেলিভারি করা হয়ে থাকে। যথা-
১. প্যাচড ডেলিভারি মোড (Paced Delivery Mode)
২. সেলফ প্যাচড ডেলিভারি মোড (Self Paced Delivery Mode)
১. প্যাচড ডেলিভারি মোড (Paced Delivery Mode): দূরশিক্ষণ প্রক্রিয়ায় সবচেয়ে জনপ্রিয় বা বহুল পরিচিত মোড হচ্ছে প্যাচড ডেলিভারি মোড। এই প্রকার ডেলিভারি মোডে লার্নার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্সটি শুরু করবে এবং শেষ করবে। এই পদ্ধতিতে ইন্সট্রাক্টর/এডুকেটরের Work Load থাকে। লার্নারদের নির্দিষ্ট সময়ের মধ্যে সিমেস্টার পরিকল্পনা, টিউশন ডেডলাইন, এক্সাম সিডিউল এবং অন্যান্য দাপ্তরিক কাজ অন্তর্ভুক্ত থাকে।
২. সেলফ প্যাচড ডেলিভারী মোড (Self Paced Delivery Mode): এই প্রকার ডেলিভারী মোডে শিক্ষার্থীর ইচ্ছা অনুযায়ী সময়ে কোর্সটি শেষ করার সুযোগ থাকে। এখানে লার্নার তার Enrollment-Continue করার সুযোগ পায়। অর্থাৎ শিক্ষার দক্ষতা, সময় ও একাগ্রতার দ্বারা লার্নার তার কোর্সটি সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করতে পারবে। এই প্রকার ডেলিভারি মোডে শেখার ক্ষেত্রে লার্নারের অনেক স্বাধীনতা থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions