Home » » তথ্য প্রযুক্তি সাক্ষরতা কাকে বলে

তথ্য প্রযুক্তি সাক্ষরতা কাকে বলে

তথ্য প্রযুক্তি সাক্ষরতা কাকে বলে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতা :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাক্ষরতা (ICT Literacy) ও ডিজিটাল সাক্ষরতা (Digital Literacy) মূলত একই অর্থে ব্যবহৃত হয়। বর্তমানে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান প্রদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপরিহার্য হয়ে পড়েছে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাক্ষরতা বা ডিজিটাল সাক্ষরতার ধারণা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাক্ষরতা একজন ব্যক্তির সেই সক্ষমতা বা সামর্থ্য যার দ্বারা তিনি-

১। কোন কাজে কী ধরণের ও কতটুকু তথ্য দরকার তা নির্ধারণ করতে পারেন;

২। কার্যকরভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন;

৩। তথ্য ও তথ্য উৎসের সঠিকতা ও নির্ভরযোগ্যতা মূল্যায়ন করতে পারেন;

৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সংগৃহীত তথ্যকে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করতে পারেন;

৫। প্রয়োজনীয় তথ্যের অর্থনৈতিক, আইনগত ও সামাজিক দিক বুঝে তথ্য নৈতিকভাবে ও বৈধভাবে (আইনী বিবেচনায়) নির্দিষ্ট কাজে ব্যবহার করেন।

উপরের ব্যাখ্যাটি বিশ্লেষণ করলে দেখা যায় মূলত তথ্য সাক্ষরতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দক্ষতার সমন্বয়ই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাক্ষরতা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *