Home » » কম্পিউটার কি

কম্পিউটার কি

কম্পিউটার কি

কম্পিউট (Compute) শব্দের অর্থ হচ্ছে গণনা করা এবং কম্পিউটার (Computer) শব্দের অর্থ হচ্ছে গণনাকারী। সুতরাং অভিধানিক দিক থেকে কম্পিউটারকে আমরা গণনাকারী যন্ত্র হিসাবে অভিহিত করতে পারি। কিন্তু কম্পিউটারের সাহায্যে শুধুমাত্র গণনা নয় এর মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।এক কথায় কম্পিউটারকে সংজ্ঞায়িত করা অত্যন্ত কঠিন। তারপরও আমরা নিমণলিখিতভাবে কম্পিউটারকে সংজ্ঞায়িত করতে পারি। কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র। কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়। তাছাড়াও গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ অতি দ্রুত ও নির্ভরতার সাথে কম্পিউটার সম্পন্ন করতে পারে।

কম্পিউটার হল গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র। কম্পিউটারের সাথে মানুষের মৌলিক পার্থক্য হল মানুষের মত কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বা চিমত্মা করার ক্ষমতা নেই। মানুষের দেয়া নির্দেশ অনুসারে এই যন্ত্র কাজ করে। কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে। কম্পিউটার বিভিন্ন তথ্যকে ম্মৃতিতে ধারণ করে রাখে এবং প্রয়োজনে নির্দেশ অনুযায়ী ধারণকৃত তথ্য নির্ভলভাবে এবং তড়িৎ গতিতে উপস্থাপন করতে পারে। সুতরাং আমরা বলতে পারি, কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল- বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা, নির্ভূলভাবে কাজ করা এবং অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।

বিভিন্ন কাজে কম্পিউটার

পূর্বেই বলা হয়েছে কম্পিউটার বিপুল পরিমাণ তথ্যকে তার স্মৃতিতে ধরে রাখতে পারে এবং প্রয়োজনীয় নির্দেশ মোতাবেক পরবর্তীতে সেই সমস্ত তথ্যকে নির্ভুলভাবে উপস্থাপন করতে পারে। অতএব বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটারের গুরুত্ব অকল্পনীয়। বর্তমানে আমরা কম্পিউটারের সাহায্যে ঘরে বসে খুব সহজেই পৃথিবীর এক প্রান্তের সাথে অন্য প্রান্তের যোগাযোগ রক্ষা করতে পারছি। পৃথিবীর কোথায় কি ঘটছে না ঘটছে তা কম্পিউটারের বোতাম টিপা মাত্রই মুহুর্তের মধ্যে জানতে পারছি। শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয় ব্যবসা-বানিজ্য, শিল্প-কারখানা, চিকিৎসা প্রতিষ্ঠান প্রভৃতি অনেক ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার দিনের পর দিন রেড়েই চলেছে। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে আমরা আজকাল অতি সহজেই অনেক জটিল রোগ সনাক্ত করতে পারি যা কিছুদিন পূর্বেও অবাস্তব ছিল। বিনোদনের ক্ষেত্রেও কম্পিউটার এক অসাধারণ ভূমিকা পালন করছে। এক কথায় বলা যেতে পারে কম্পিউটারের ব্যবহার বর্তমান যুগে বহুমূখী। বর্তমান বিশেব যে জাতির মধ্যে কম্পিউটারের ব্যবহার যত বেশি সে জাতি তত উন্নত।

কম্পিউটারে কাজ করার পদ্ধতি

পূর্বেই বলা হয়েছে কম্পিউটারের কাজ করার জন্য নিজস্ব কোন বুদ্ধি নাই। কম্পিউটারকে কাজ করার জন্য যে সমস্ত তথ্য দেয়া হয় তা তার স্মৃতিতে সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে নির্দেশ অনুযায়ী সেই সমস্ত তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে নির্ভূলভাবে উপস্থাপন করে থাকে। যে তথ্য বা ডাটা কাজ করার জন্য অগাম থেকে কম্পিউটারে দেয়া হয় সেই কাজটিকে বলা হয় কম্পিউটারে ইনপুট (Input) দেয়া। ইনপুট দেয়ার পর কম্পিউটারের নিয়ন্ত্রণ অংশ বিষয়টি প্রক্রিয়াকরণের পরে যে ফলাফল উপস্থাপন করে তাকে বলে আউটপুট (Output)।

স্মৃতি অংশ, নিয়ন্ত্রণ অংশ এবং গাণিতিক/যুক্তি অংশ -এই তিনটি অংশ নিয়ে গঠিত কম্পিউটারের কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing Unit)। একে সংক্ষেপে সিপিইউ (CPU) বলা হয়। এই অংশেই কম্পিউটারের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। এটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ।

ইনপুট অংশের মাধ্যমে প্রোগ্রাম বা তথ্যকে কম্পিউটারের সিপিইউতে পাঠানো হয়। ইনপুট অংশটি প্রোগ্রাম বা তথ্যকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করার পর সংরক্ষণের জন্য স্মৃতি অংশে পাঠায়। গাণিতিক/যুক্তি অংশে প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক, যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ সংগঠিত হয়। এই অংশটি কখন কি ধরনের কাজ করবে নিয়ন্ত্রণ অংশ নির্দিষ্ট করে দেয়।যেহেতু কম্পিউটার একটি প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র অতএব নিয়ন্ত্রণ অংশ প্রোগ্রামের নির্দেশ সমূহকে একটির পর একটি অনুধাবনের পর নির্বাহ করে।এই অংশ কম্পিউটারের বিভিন্ন অংশের কাজের সমন্বয় সাধন করে। সিপিইউ-তে সমস্ত কাজ প্রক্রিয়াকরণের পর আমাদের জন্য অনুধাবনযোগ্য ফলাফল আউটপুট অংশে উপস্থাপিত হয়।

যে সমস্ত যন্ত্র কম্পিউটারে তথ্য বা ইনপুট দেবার জন্য ব্যবহৃত হয়, তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস (Inpute Device)। যেমন কী-বোর্ড, মাউস ইত্যাদি। যে সমস্ত যন্ত্রের সাহায্যে কম্পিউটারের কাজের ফলাফল প্রদর্শিত হয় সেই সব যন্ত্রকে বলা হয় আউটপুট ডিভাইস (Output Device)। যেমন মনিটর, প্রিন্টার ইত্যাদি। এই সমস্ত যন্ত্রপাতি ক্যাবল (Cable) বা তারের সাহায্যে কম্পিউটারের সিপিইউ-এর সংগে যুক্ত থাকে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*