Home » » কম্পিউটারের সহায়ক স্মৃতি কোনটি

কম্পিউটারের সহায়ক স্মৃতি কোনটি

কম্পিউটারের সহায়ক স্মৃতি কোনটি

ফ্লপি ডিস্ক (Floppy Disc), হার্ড ডিস্ক (Hard Disc), সিডি (CD = Compact Disc), চৌম্বক ফিতা (Magnetic Disc), চৌম্বক ড্রাম (Magnetic Drum) ইত্যাদি কম্পিউটারের উল্লেখযোগ্য সহায়ক স্মৃতি।

কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না। তাছাড়া প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা কম। এজন্য তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহৃত হয়। এটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরযোগ্য। সহায়ক স্মৃতির ধারণ ক্ষমতা প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা অপেক্ষা বহুগুণ বেশি। শুধুমাত্র ব্যবহারকারীই সহায়ক স্মৃতিতে নতুন তথ্য লিখতে ও পুরাতন তথ্য মুছে দিতে পারে। স্বয়ংক্রিয়ভাবে এই স্মৃতি হতে কোন তথ্য মুছে যায় না। কম্পিউটারের প্রধান স্মৃতিতে প্রক্রিয়াকরণকৃত তথ্য সহায়ক স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*