রম কাকে বলে
রম (ROM) : মাইক্রো কম্পিউটারে বহুল ব্যবহৃত দুই ধরনের অর্ধপরিবাহী স্মৃতির মধ্যে রম হলো একটি স্থায়ী স্মৃতি। ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory। রম হচ্ছে কম্পিউটারের নিজস্ব স্মৃতি কেন্দ্র। কম্পিউটার রম থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। রমের স্মৃতিতে সংরক্ষিত কোন তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এজন্য রমকে কম্পিউটারের স্থায়ী স্মৃতি বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions